Header Ads

বাঙালি ভুলতে বসেছে 'মুক্তির মন্দির সোপান তলে'র স্রষ্টাকে




ভারতের স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের অবদান সর্বাধিক। নেতাজী থেকে বিনয় বাদল দীনেশ ও বাঘাযতীনদের বন্দুকের লড়াই স্বাধীনতা এনে দেয়। কিন্তু স্বাধীনতার পর বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের সেরকম কোনো স্বীকৃতি মেলেনি। নেতাজীর জন্মদিনে ছুটি দেওয়া হয়না। রাসবিহারী বসুকে সারা ভারত ভুলে গেছে। আন্দামান সেলুলার জেলে সর্বাধিক বলিদান দেওয়ার পরেও ওখানের এয়ারপোর্ট মুচলেকা দেওয়া তথাকথিত সংগ্রামীর নামে। সর্দার বল্লভ ভাই প্যাটেল বলতেন বাঙালিরা নাকি কাঁদুনে জাতি, তাঁর-ও মূর্তি নির্মাণ করা হচ্ছে কিন্তু বাদ যাচ্ছেন বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা।

এই সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বেশিরভাগ বাঙালির মধ্যে হারিয়ে যাচ্ছে সচেতনতা। নিজের সংস্কৃতি বাঁচিয়ে রাখার কোন দায়-ই যেন এখন নেই বাঙালির মধ্যে। মুক্তির মন্দির সোপান তলে যে গানটি স্বাধীনতা সংগ্রামীদের নাড়া দিয়েছিল কয়েকটি যুগ। সেই গানটি সকলেই মনে রেখেছে। কিন্তু এ গানের স্রষ্টা মোহিনী চৌধুরীকে বাঙালি ভুলতে বসেছে। এ প্রজন্মের হয়তো কেউই ওনাকে চেনেনা। 

ওনার বিখ্যাত গানের মধ্যে কাশ্মীর হতে কন্যাকুমারী, ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে, কী মিষ্টি দেখো মিষ্টি কী মিষ্টি এ সকাল ইত্যাদি আজও সমানভাবে জনপ্রিয়। ওনার জন্মশতবর্ষে ওনার ১০০ টি গানের সংকলন প্রকাশ পায়। তার পরেও মোহিনী চৌধুরীকে বাঙালির বর্তমান প্রজন্ম চিনছে না, যা যথেষ্ট চিন্তার বিষয়।

প্রতিবেদন- অমিত দে

No comments