থ্রিলারের নতুন স্বাদ দেবে এই ছবি, আসছে "পরিচয় গুপ্ত" ১৫ ই নভেম্বর
বাংলাতে একের পর এক নিত্যনতুন কন্টেন্ট নিয়ে ছবি মুক্তি পাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড়পর্দায় আগামী ১৫ ই নভেম্বরে মুক্তি পাচ্ছে ঋত্বিক-ইন্দ্রনীল জুটির ছবি "পরিচয় গুপ্ত"। আরজি কর পরিস্থিতির জন্য বারবার পিছোতে থাকে ছবির মুক্তির তারিখ। এবার হতে চলেছে সব অপেক্ষার অবসান।
'পরিচয় গুপ্ত'র হাত ধরে বহুদিন পর ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তীকে আবারো একসাথে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই ছবিতে ঋত্বিক চক্রবর্তী একজন অন্ধ জমিদারহীন জমিদার এবং ইন্দ্রনীল সেনগুপ্ত প্রত্নতাত্বিক। পাশাপাশি অভিনেতা জয় সেনগুপ্তের চরিত্র লুকে রয়েছে বিশেষ ঝলক৷ আর দর্শনা ও প্রদীপ ভট্টাচার্যকেও অন্যরকম চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। ঋত্বিক-ইন্দ্রনীল ছাড়া রয়েছেন এই ছবিতে একঝাঁক তারকা। ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বনিক, জয় সেনগুপ্ত, অয়ন্তীকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য ও আরো অনেকে।
ছবির ট্রেলার আগেই মুক্তি পেয়েছে। যা মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে বেশ আলোচনা চলছে। সম্পূর্ণ ভিন্নধর্মী এক গল্পকে এই ছবিতে উপস্থাপন করা হয়েছে। পুরো ছবিজুড়ে রয়েছে থ্রিলারের ছোঁয়া। এই ধরনের ছবি বাংলাতে এর আগে খুব একটা হয়নি বললেই চলে। 'পরিচয় গুপ্ত' একটা অন্য লেভেলের ছবি হতে চলেছে।
পরিচালক রন রাজের মতে, "ছবির টাইটেল শুনে বোঝা যাচ্ছে কোনো কিছুর পরিচয় গোপন রয়েছে এই গল্পে। সমাজের প্রতিটি মানুষের মধ্যে একটি পরিচয় গোপন থাকে। কিন্তু সমাজের চাপে, পরিবারের চাপে হয়তো সেই গোপন প্রতিভাকে নিজেকে আটকে রাখতে হয়। আর সেই নিয়ে পরিচয় গুপ্ত।"
ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন শুভেন্দু অধিকারী। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী জমিদারি এলাকায়। আগামী ১৫ই নভেম্বর "পুর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড" ও "পান্ডে মোশান পিকচার্স"-এর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে রণ রাজের ছবি "পরিচয় গুপ্ত"।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment