Header Ads

পাঞ্জাবকে হারিয়ে সন্তোষ ট্রফিতে অভিযান শুরু বাংলার


সন্তোষ ট্রফির ৭৫ বছরের ইতিহাসে সেরা দল হলো বাংলা। সন্তোষ ট্রফিতে মোট ৩২ বার জয়ী হওয়ার রেকর্ড রয়েছে বাংলা দলের। গত শনিবার সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে কেরালার মালাপ্পুরমে পাঞ্জাবের বিরুদ্ধে ১-০ গোলে জয়ী হলো বাংলা। রুদ্ধশ্বাস এই ম্যাচে শুভম ভৌমিকের গোলেই বাজিমাৎ বাংলার। দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার বাংলা মুখোমুখি হবে  কেরালার বিরুদ্ধে। 


শুভম ভৌমিকের এবার বাংলা দলে সুযোগ পাওয়ার কথা ছিল না। পূর্বাঞ্চলীয় পর্যায়ে বাংলার হয়ে খেলা স্ট্রাইকার রাহুল পাসোয়ান ইস্টবেঙ্গলে সই করায় এবং সুব্রত মুর্মু চোটে বাদ পড়ায় ৬ ফুট উচ্চতায় এফসিআইয়ে খেলা শুভমকে দলে নেন বাংলা দলের কোচ রঞ্জন ভট্টাচার্য। এদিনের কসবার বছর বাইশের শুভম ভৌমিক এই সুযোগের সদ্ব্যবহার করলেন। এমনকি বাংলা দলের কাছে তিনি নিজের বিশ্বযোগ্যতাও স্থাপন করলেন। 

সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে বাংলা দলে শুভম ভৌমিকের অভূতপূর্ব পারফরম্যান্সের পাশাপাশি আরো একটি আকর্ষণীয় বিষয়ে লক্ষ্য করা যায় সেটি হলো বাংলার অধিনায়ক মনোতোষ চাকলাদার মাথায় জোড়া স্টিচ নিয়েও প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইতে সামিল হন। সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে বাংলার জয় বাংলার মানুষকে মুগ্ধ করেছে।  

কেরলের গরম নিয়ে প্রথম থেকেই বাংলার কোচের কপালে চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল। তবে এদিন মূলত সকালে খেলা হয়েছিল বলে বাংলাকে সেভাবে গরমের সম্মুখীন হতে হয়নি। বাংলা দলের খেলোয়াড়দের খেলা দেখে প্রচণ্ড খুশি হয়েছেন রঞ্জন ভট্টাচার্য। 

এদিনের ম্যাচের প্রসঙ্গে রঞ্জন ভট্টাচার্য বলেন, "আমরা আরো অনেক বেশি গোলে জিততে পারতাম। কিন্তু সংগঠকরা আমাদের অন্য বলে খেলতে বাধ্য করায়, ছেলেরা বলের বাউন্স বুঝে নিতেই অনেকটা সময় নেয়। তার ওপর মাঠটা বেশ ছোট। যাতে আমাদের ছেলেরা অসুবিধায় পড়ে। তবুও ৬০ শতাংশ বল পজিশনে রেখে বাংলারই ম্যাচে দাপট ছিল।" 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments