এইচবিও-র উপস্থাপনায় এবার বাংলা ছবি 'গোলন্দাজ' আসছে ইংরেজি ভার্সনে
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী৷ যার অদম্য প্রচেষ্টায় এ দেশ প্রথম ফুটবল খেলতে শিখেছিল। তিনি বাঙালির গর্ব। আজকের প্রজন্ম তাঁকে কতটুকুই বা চেনে। এখনও পর্যন্ত তিনি চর্চার আড়ালেই ছিলেন। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর মতো একজন বাঙালি আইকন ক্রমশ থেকে গিয়েছেন বিস্তৃতির আড়ালে। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নিয়ে বাঙালির মধ্যে শুরু হলো তুমুল চর্চা।
২০২১ সালের এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসা সফল ছবি হলো 'গোলন্দাজ'। যে ছবিকে পুরোপুরি ভাবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক বলা যায় না। তাঁর হাত ধরে কীভাবে ফুটবল হয়ে উঠলো বঙ্গজীবনের অঙ্গ। কীভাবে ফুটবল খেলা ছড়িয়ে পড়লো তাঁর হাত ধরে গোটা দেশজুড়ে। পরাধীন ভারতের বুকে ব্রিটিশদের শত লাঞ্ছনা সহ্য করে কীভাবে ব্রিটিশদের আবিষ্কৃত খেলাতে বাঙালিরা প্রথম ব্রিটিশদের হারিয়েছিল, সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি।
'গোলন্দাজ' তৈরি না হলে অনেকের অজান্তেই থেকে যেত ভারতের বুকে ফুটবল খেলা চালু হওয়ার ইতিহাস। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী আমাদের গর্ব। তাঁর অবদানকে যথেষ্ট সম্মান জানিয়েছে এই ছবি। লক্ষ লক্ষ বাঙালি দর্শকদের মন জয় করে নিয়েছে এই ছবি৷ চলতি বছরের দুর্গাপুজোতে মুক্তি পায় এই ছবি। থিয়েটার ও মাল্টিপ্লেক্সগুলোতে ৫০ শতাংশ দর্শক নিয়েই ব্লকবাস্টার হিট হয়েছে এই ছবি। দুর্ভাগ্যের বিষয় হলো বেশ কিছু বাঙালি নিজের ভাষার ছবি গোলন্দাজের ব্লকবাস্টার হওয়ার বিষয়টা মানতেই রাজি হচ্ছেন না। যদিও এ ব্যাপারটা সম্পূর্ণ কাকতালীয়।
'গোলন্দাজ' ছবিটি বাংলা ভাষার পাশাপাশি হিন্দিতে ডাবিং করে প্যান ইন্ডিয়া রিলিজও করা হয়েছিল। বাংলাতে সাড়া জাগালেও প্যান ইন্ডিয়াতে সেভাবে বক্স অফিস কালেকশন করতে পারেনি। এক্ষেত্রে বলে রাখা ভালো বিভিন্ন ভাষাতে ডাবিং করে গোটা ভারতে বাংলা ছবি মুক্তি দেওয়ার ব্যাপারটা সঠিকভাবে বাংলাতে শুরু হয়নি। এই সবে বাংলা ছবি প্যান ইন্ডিয়া রিলিজের দিকে ঝুঁকতে শুরু করেছে। বাংলা ছবির বাণিজ্যিক উন্নয়নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
'গোলন্দাজ' ছবিটিকে সফল করার জন্য ছবির পুরো টিম যেভাবে নানান উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। করোনা পরিস্থিতির পর এই ছবির হাত ধরেই বাংলা ছবি নতুন করে মাথা তুলে দাঁড়াতে আরম্ভ করেছে। এই ছবি বাংলা ছবির জগতে আবারো নিয়ে এলো একটি সুখবর। 'গোলন্দাজ' এবার আসতে চলেছে ইংলিশ ভার্সনে 'দ্য শুটার' নামে। যা দেখানো হবে সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। 'দ্য শুটার' কে উপস্থাপন করছে বিশ্ববিখ্যাত ইংলিশ নেটওয়ার্ক 'এইচবিও' (HBO)। ইংরেজি ভার্সনে ছবিটি যদি সফল হয় তাহলে বাংলা ছবির বাণিজ্যিক প্রসারের পথ আরো প্রশস্ত হবে।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment