গ্রেটা থুনবার্গের ডাকে সাড়া দিয়ে প্রতিবাদ সভার আয়োজন হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয়ের
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একজন পরিবেশ কর্মী হিসেবে সক্রিয়ভাবে একাকী আন্দোলনে অংশ নিয়ে সারা বিশ্বে সাড়া ফেলে দেওয়া সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ সম্প্রতি সারা বিশ্বজুড়ে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের ডাক দিয়েছেন৷ তারই অংশ হিসেবে হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয় এর উদ্যোগে আজ ২৪ শে সেপ্টেম্বর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম প্রাঙ্গনের উত্তর পশ্চিম কোণে ডাক দিয়েছিল এক প্রতিবাদ সভা ও মিছিলের।
ছাত্রছাত্রীদের উজ্জ্বল উপস্থিতি ও নানান কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠানটি বিশেষভাবে সাফল্যমণ্ডিত লাভ করেছে। যে সমস্ত কর্মসূচি গুলির মধ্য দিয়ে আজ তারা জনগণ তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে সেগুলি হল বিভিন্ন ট্যাবলো৷ হাওড়ার বিভিন্ন রাস্তায় জল জমে আছে আজও। রাস্তায় একটি নৌকায় প্রতীকী আশ্রয় নিয়েছে পৃথিবী। যদি বিশ্ব উষ্ণায়ন না আটকানো যায় তাহলে একদিন দুই মেরুর বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে। তখন শুধু হাওড়া শহর নয় কলকাতাও জলমগ্ন হবে, শুধু বর্ষায় নয় সারা বছর।
এই অনুষ্ঠানে যে বিষয়টি সবার দৃষ্টিপাত করেছে তা হলো গণ-ট্যাবলো, যেখানে ছাত্র-ছাত্রীরা সবাই সঙ্গে এনেছিল একটি করে কালো ছাতা আর কালো ছাতাগুলিতে লেখা ছিল 'সেভ আর্থ'। ছাতার নিচে একটি করে গ্লোব রেখে তারা প্রতীকীভাবে পৃথিবীকে আড়াল করে চেয়েছিল উষ্ণ হওয়া থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করতে।
এছাড়া বিভিন্ন পোস্টার ও ব্যানার সহযোগে পদযাত্রা, গান ও স্লোগান এবং সভায় উপস্থিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও ছাত্রছাত্রীরা পরিবেশ সচেতনতা সম্পর্কে রাখা বক্তব্যের মাধ্যমে মানুষ কে সচেতন করার চেষ্টা করেছিলেন। এখানে গান, আবৃত্তি ছাড়াও ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
হাওড়া শহরের ফুসফুস ডুমুরজলা স্টেডিয়ামের বাণিজ্যিকিকরণের চেষ্টা, উন্নয়নের অজুহাতে হাওড়া শহরের বিভিন্ন স্থানের জলা জমিগুলিকে বুজিয়ে ফেলা, হাওড়া শহরের এই স্থানীয় সমস্যাগুলির সমাধান এবং মানুষ কে সচেতন করা তার পাশাপাশি সমগ্র বিশ্ব পরিবেশ রক্ষার দাবি ছিল আজকের জমায়েতের মূল লক্ষ্য।
এই অনুষ্ঠানে সংগঠনের প্রায় শতাধিক সদস্য ছাড়াও জমায়েতে অংশ নিয়েছিলেন এলাকার মানুষজন, ডুমুরজলা স্টেডিয়ামে প্রাতঃভ্রমণকারীরা ও নানান পথ চলতি মানুষ।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment