Header Ads

শঙ্খ ঘোষের কবিতা থিম হয়ে উঠে আসছে জগৎ মুখার্জি পার্কের পুজোয়


কলকাতার থিমপুজোর আঁতুড়ঘর হলো জগৎ মুখার্জি পার্ক। প্রতি বছর নিত্যনতুন থিমের মেলবন্ধনে হয়ে থাকে এখানকার পুজো। এবছরও এক অসাধারণ থিমের ডালি সাজিয়ে চমক দিতে চলেছে জগৎ মুখার্জি পার্ক। কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন জানিয়ে জগৎ মুখার্জি পার্কের এ বছরের থিমে উঠে আসছে কবি শঙ্খ ঘোষের কবিতার লাইন৷ যে লাইনের সূত্র ধরেই সাজানো হচ্ছে পুজোর মণ্ডপ। 


শঙ্খ ঘোষের কবিতা "আয় আরো বেঁধে বেঁধে থাকি"র লাইনই ফুটে উঠবে মণ্ডপের আনাচে-কানাচে। গত ২৪ শে এপ্রিল কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হন কবি শঙ্খ ঘোষ। অসহায় মানুষের হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হচ্ছে মণ্ডপসজ্জায়। কোভিড বিধি মেনে এমনভাবে তৈরি হচ্ছে মণ্ডপ যাতে বাইরে থেকেই দর্শকরা প্রতিমা দর্শনের সুযোগ পান। 

জগৎ মুখার্জি পার্কের পুজোর কলকাতা জুড়ে এক বিশাল সুনাম রয়েছে। সময় যত গড়িয়েছে ততই এখানকার থিমের চিন্তাভাবনা উন্নত থেকে উন্নততর হয়েছে। একটি কবিতার বিষয়ের ওপর ভিত্তি করে মণ্ডপ তৈরির ভাবনা সত্যিই অনন্য। জোরকদমে চলছে মণ্ডপের শেষ মুহূর্তের প্রস্তুতি কারণ পুজো আসতে যে আর মাত্র কয়েকটা দিন। জগৎ মুখার্জি পার্কের এ বছরের পুজোর থিম আট থেকে আশি সকলের মনে বিস্ময় জাগাবে। 

জগৎ মুখার্জি পার্কের পুজোর এক্সিকিউটিভ সেক্রেটারি হলেন সোনাই সরকার এবং জয়েন্ট সেক্রেটারি হলেন দ্বৈপায়ন রায় ও অর্ণব মিত্র। পুজোর থিম সম্পর্কে এক্সিকিউটিভ সেক্রেটারি সোনাই সরকার লিটারেসি প্যারাডাইসকে বলেন, "আমরা এই থিমটাকে বেছে নিয়েছি কারণ আমাদের বাংলার একটা সাংস্কৃতিক গৌরব আছে। কয়েকমাস আগেই বাংলা সাহিত্যের তারকা কবি শঙ্খ ঘোষ মারা গিয়েছেন। তিনি এই কবিতা যখন লিখেছেন তখন কোনো একটা বিষয় ভেবেই হয়তো কবিতাটি লিখেছেন। সেই সময় কোভিডের প্রকোপ ছিল না। আজকে কোভিডের জন্য  সবসময় এক মানুষ অপর মানুষের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। আজকে যখন কোভিডের জন্য আমাদের কাছের অনেক মানুষ চলে যাচ্ছেন তখন আমাদের এটাই উপলব্ধি হচ্ছে যে এই প্যান্ডেমিক পরিস্থিতিতে যদি এক মানুষ অপর মানুষের পাশে একত্রিত হয়ে শারীরিক, আর্থিক কিংবা মানসিক ভাবে না দাঁড়ায় তাহলে এই প্যান্ডেমিক থেকে পরিত্রাণ পাওয়া দুঃসাধ্য হয়ে উঠবে৷ তাই এ বছর আমরা থিমের বিষয় হিসেবে শঙ্খ ঘোষের কবিতা 'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কেই বেছে নিয়েছি।"
 
বিভিন্ন রকম উপাদান দিয়ে মণ্ডপের নানান কারুকার্য করা হচ্ছে। হাড়খাটুনি পরিশ্রম করে সারাদিন কাজ করে চলেছেন মণ্ডপ শিল্পীরা৷ প্রতিমা, মণ্ডপ ও আলোকসজ্জা সবেতেই একরাশ চমক নিয়ে জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো সবার মনে দাগ কাটবে। 

প্রতিবেদন- সুমিত দে


No comments