শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন ৪ বাঙালি বিজ্ঞানী
কে বা কারা বলেন যে বাঙালিরা বিজ্ঞানচর্চায় পিছিয়ে পড়েছে? বাঙালিরা বিজ্ঞানচর্চায় মোটেও পিছিয়ে নেই। তার প্রমাণ বাঙালি গত তিন বছর ধরে সমান তালে দিয়ে যাচ্ছে। ২০২১ শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারে ভারতের মোট ১১ জনের মধ্যে রয়েছেন ৪ বাঙালি বিজ্ঞানী। ভারতে বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান হলো 'শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার'।
২০২০ তে ছয় বাঙালি বিজ্ঞানী জিতে নেন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। ২০১৯ সালে পাঁচ বাঙালি বিজ্ঞানী জিতে নেন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। এই পুরস্কার চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারতে বাঙালিই হলো একমাত্র জাতি যারা এই পুরস্কারটি সবচেয়ে বেশিবার জিতেছে। ইন্টারনেটের সমস্ত তথ্যই কিন্তু এই কথা বলছে। অনেকের আবার ইন্টারনেটের তথ্যও অনেক সময় বিশ্বাস নাও হতে পারে, তাদের বোঝার সহজ উপায় হলো শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের নিজস্ব ওয়েবসাইটের তথ্যগুলোতে চোখ আওড়ানো। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইটেও ঠিক এই তথ্যটিই রয়েছে৷
ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের তত্ত্বাবধানে জীববিজ্ঞান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, প্রকৌশল গণিত, ওষুধ এবং পদার্থবিজ্ঞান সংক্রান্ত বিষয়ে অসামান্য অবদান ও যুগান্তকারী আবিষ্কারের জন্য প্রদান করা হয়ে থাকে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। গত রবিবার দিল্লির 'বিজ্ঞান ভবন'- এ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ৮০ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ বছরের ভাটনগর পুরস্কারজয়ীদের তালিকা প্রকাশিত হয়েছে।
এ বছর যে ৪ বাঙালি পাচ্ছেন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার তারা হলেন জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের ইন্টারন্যাশনাল সেন্টার অফ ম্যাটেরিয়ালস সায়েন্স বিভাগের গবেষক ডঃ কনিষ্ক বিশ্বাস, পুনের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের গবেষক ডঃ কনক সাহা, আইআইটি খড়্গপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক ডঃ দেবদীপ মুখোপাধ্যায় এবং মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের গবেষক ডঃ অনীশ ঘোষ।
ডঃ কনক সাহা পাচ্ছেন ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে। নাসার অত্যাধুনিক হাবল স্পেস টেলিস্কোপে যে তথ্যের সন্ধান পাওয়া যায়নি, তাই খুঁজে পেয়েছিল ভারতের অ্যাস্ট্রোস্যাট। ব্রহ্মাণ্ডে আলোর উৎস খুঁজে পেয়েছিলেন ভারতীয় বিজ্ঞানীরা৷ সেই গবেষণার নেপথ্যে ছিলেন তিনি৷ ডঃ কনিষ্ক বিশ্বাস পাচ্ছেন কেমিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে। তাঁর গবেষণার বিষয় সলিড স্টেট কেমিস্ট্রি ও থার্মোইলেক্ট্রিসিটি। ডঃ দেবদীপ মুখোপাধ্যায় পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিভাগে। তাঁর গবেষণার বিষয় ইন্টারনেট জগতে তথ্যের সুরক্ষা। ডঃ অনীশ ঘোষ পাচ্ছেন রসায়ন বিভাগে। তাঁর গবেষণার বিষয় হলো আর্গোডিক এবং নাম্বার থিওরি।
শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার ২০২১-এর ৪ বাঙালি বিজ্ঞানী প্রাপকেরা ভারতে বিজ্ঞান জগতে বাঙালির সম্মান বৃদ্ধি করলেন৷
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment