বড়িশা ক্লাবের গতবছরের পরিযায়ী দু্র্গা স্থান পেল নিউটাউন ক্রসিংয়ে
২০২০ সাল, করোনার গ্রাসে উত্তাল গোটা পৃথিবী। কাতারে কাতারে লোক মরছে, লকডাউনে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বাঙালির মধ্যে তখন দুশ্চিন্তা পুজো হবে কিনা। সেপ্টেম্বরে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলো। তারপর পুজোর সমস্ত পরিকল্পনা স্থির হয়। করোনার জন্য অল্প বাজেট, নানান বিধিনিষেধ মেনে আয়োজন করা হয় দুর্গাপুজোর৷
২০২০-তে মহামারির ভয়াবহ পরিস্থিতিতে কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় যতগুলো পুজো হয়েছে তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে ছিল বড়িশা ক্লাবের পুজো। এই ক্লাবের দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। দেবী দুর্গাকে এক পরিযায়ী মায়ের রূপে দেখানো হয়।
বেহালা বড়িশা ক্লাবের গত বছরের পুজোর থিম ছিল "মারির দেশে ত্রাণের বেশে, অন্নপূর্ণার ভেলায় ভেসে।" এই অভিনব থিমের ভাবনা ও পরিকল্পনা করেন বিখ্যাত থিমমেকার রিন্টু দাস।
বড়িশা ক্লাবের মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা গড়েছিলেন কৃষ্ণনগরের বাসিন্দা শিল্পী পল্লব ভৌমিক। পরিযায়ী এক মায়ের আদলে তৈরি হয়েছিল প্রতিমা। উদ্বোধনের পরে সেই প্রতিমার রূপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রতিমা শিল্পীর সৃষ্টিকে বাহবা জানায় আট থেকে আশি সকলেই।
বড়িশা ক্লাবের গত বছরের পুজোতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পরিযায়ী দুর্গা প্রতিমাটি বিসর্জন দেওয়া হবে না। প্রশাসনিক উদ্যোগে এটিকে নির্দিষ্ট জায়গায় স্থায়ী ভাবে সংরক্ষণ করা হবে। সেইমতো রবীন্দ্র সরোবরের 'আবার এলো মা' প্রদর্শকক্ষে রাখা হয় প্রতিমাটি। তারপর সেখানে থেকে প্রতিমাটি স্থানান্তর করে এবার স্থান দেওয়া হলো নিউটাউন ক্রসিংয়ে। এখানেই এটিকে স্থায়ীভাবে রাখা হবে কিনা এ বিষয়ে কোনোকিছু জানা যায়নি। তবে আপাতত বেশ কয়েক বছর নিউটাউন ক্রসিংয়েই রাখা হবে বড়িশা ক্লাবের গতবছরের পরিযায়ী দু্র্গা।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment