Header Ads

অস্ট্রিয়া-জার্মানির বহু ফুটবল ক্লাবের কোচ হয়েছেন বাঙালি বংশোদ্ভূত রবীন দত্ত


ফুটবলের সাথে বাঙালির নাড়ির যোগ এটা সকলেই জানেন। ভারতীয় ফুটবলের জন্মদাতা নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী থেকে শুরু করে রয়েছেন অজস্র বিশ্ববিখ্যাত বাঙালি ফুটবলার। পি.কে. ব্যানার্জী, কৃশানু দে, প্রসূন ব্যানার্জী, সমর ব্যানার্জীর মতো ফুটবলাররা বাংলার ফুটবলের খ্যাতি ছড়িয়ে দিয়েছেন বিশ্বব্যাপী।


বর্তমানে যখন ভারতের ফুটবল সেইভাবে উন্নতি করতে ব্যর্থ ঠিক সেই জায়গায় দাঁড়িয়েও বাঙালি কিন্তু থেমে নেই। দেশ বিদেশে বাঙালি তার ফুটবল সত্ত্বা জাগিয়ে রেখেছে। এরকমই একটি উদাহরণ হলো বাঙালি বংশোদ্ভূত রবীন দত্ত। জার্মানির মতো দেশের ফুটবল দলের কোচ হয়েছেন রবীন দত্ত যা এক কথায় অন্ত্যন্ত জটিল একটি কাজ। ওনার বাবা একজন বাঙালি। ১৯৫০ সালে ওনার বাবা কলকাতা থেকে জার্মানিতে যান। ওনার মা একজন জার্মানি মহিলা।

তিনি জার্মানির পঞ্চম, ষষ্ঠ ও  সপ্তম শ্রেণির খেলায় খুব একটা সফল হতে পারেননি যদিও কোচ হিসেবে ওনার সুনাম সারা জার্মানি জুড়ে। ১৯৯৯ থেকে পর পর জার্মানির প্রথম শ্রেণীর ক্লাবের কোচ হয়েছেন তিনি। ১৯৮৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিভিন্ন জার্মানি ফুটবল ক্লাবে খেলার পর তিনি ১৯৯৯ তে TSG Leonberg ক্লাবের প্লেয়ার কোচ হন সেই বছরই তিনি TSF Ditzingen ক্লাবের দ্বিতীয় দলের কোচ হন এবং কিছুদিনের মধ্যেই ঐ ক্লাবের প্রথম দলের কোচ হন। তারপর তিনি Stuttgarter Kickers ক্লাবের দ্বিতীয় দলের কোচ হন ২০০২ সাল পর্যন্ত। ২০০৩ সালে তিনি জার্মানির থার্ড ডিভিসনের ক্লাব Regionalliga এর কোচ হন। ২০০৭ সালে তিনি SC Freiburg ক্লাবের কোচ হন। ২০১১ সালে তিনি Bayer 04 Leverkusen ক্লাবের কোচ হন। 

২০১২ সালে তিনি জার্মান ফুডবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর হন। ২০১৩ সালে তিনি Werder Bremen ক্লাবের প্রধান কোচ হন। ২০১৫ সালে তিনি জার্মানির প্রথম শ্রেণীর ক্লাব VfB Stuttgart এর কোচ হন। ২০১৮ সালে তিনি VfL Bochum ক্লাবের ম্যানেজার হন। অস্ট্রিয়ার ক্লাব Wolfsberger AC তে তিনি এ বছরই কোচ হয়েছেন।

এখনও পর্যন্ত তিনি মোট ৪০৪ টি ম্যাচের কোচ ছিলেন তার মধ্যে ১৫৪ টি ম্যাচে ওনার দলগুলি জিতেছে, ১০৩ টি খেলা ড্র হয়েছে এবং ১৪৭ টিতে হেরেছে। অর্থাৎ তিনি ৩৮.১২ শতাংশ খেলায় জিতেছেন এবং ৬৩.৬ শতাংশ খেলায় যথাক্রমে জিতেছেন বা ড্র হয়েছেন। যা যথেষ্ট ভালো কোচিং দক্ষতা। 

প্রতিবেদন- অমিত দে


No comments