Header Ads

বাংলা ভাষায় পেশাগত কোর্সের বই প্রকাশের সিদ্ধান্ত নিল ম্যাকাউট


সঠিক জ্ঞান অর্জনে মাতৃভাষার বিকল্প আর কোনো ভাষা হতে পারে না। তাই তো মহান ব্যক্তিরা মাতৃভাষাতে বিজ্ঞানচর্চার কথা বলে থাকেন সর্বদা।  বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু বাঙালিদের নিজের মাতৃভাষা বাংলাতে বিজ্ঞানচর্চা সম্পর্কে  বলেছেন "যাঁরা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তাঁরা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না।" 


জাপান, আমেরিকা, জার্মানি, স্পেন, সুইডেন, রাশিয়া, ইতালি, স্কটল্যান্ড, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের মতো উন্নত দেশগুলোতে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব সর্বাধিক। তাই তাদের মতো আমাদের রাজ্যেও শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব আরো বেশি করে বৃদ্ধি করতে হবে। 

বাংলা ভাষায় এবার পেশাগত কোর্সের বই প্রকাশের সিদ্ধান্ত নিল ম্যাকাউট বা মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাইবার সিকিউরিটি, বায়োটেকনোলজি, হসপিটাল ম্যানেজমেন্ট, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির মতো বিভাগ গুলোতে হাতের মুঠোয় এবার  পাওয়া যাবে বাংলা ভাষায় বই। 

ভাষা যেন পঠন-পাঠনে বাধা হয়ে না দাঁড়ায়। তা নিশ্চিত করতে ছাত্র-ছাত্রীদের বাংলা ভাষায় পঠন-পাঠনের সুযোগ করে দিতেই এক নব উদ্যোগ নিল ম্যাকাউট। বিশ্ববিদ্যালয়ের সকল পেশাগত কোর্সের জন্য বাংলা ভাষায় বই প্রকাশ করা হবে।  

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজগুলোতে ৭০ থেকে ৮০ টি পেশাগত কোর্স রয়েছে। এই সব কোর্সের জন্যই বাংলা ভাষায় বই ছাপাতে চায় বিশ্ববিদ্যালয়। এটা যত তাড়াতাড়ি বাস্তবায়িত করা যায় তার জন্য চেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তবে এটা বাস্তবায়িত হলে বাংলা ভাষায় জ্ঞান আহরণের এক নতুন দিক উন্মোচিত হবে। এমনকি বাংলা ভাষার গুরুত্বও অধিক বৃদ্ধি পাবে। 

ম্যাকাউট বাংলা ভাষায় পেশাগত কোর্সের বই প্রকাশের সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছে শিক্ষক সমাজ। বাংলা ভাষাকে সম্মান দেওয়ার পাশাপাশি ম্যাকাউট ছাত্র-ছাত্রীদের ইংরেজিতে দক্ষ করার বিষয়েও দৃঢ় নজর দেবে। ছাত্র-ছাত্রীরা যাতে ইংরেজিতে দুর্বল না হয় তার জন্য নিয়মিত তাদের ল্যাঙ্গুয়েজ ল্যাবে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে৷ 

এর আগে এই বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় অফিশিয়াল আবেদন করা যাবে বলেও জানানো হয়েছিল৷ আর এবার বাংলা ভাষায় পেশাগত কোর্সের বই প্রকাশের সিদ্ধান্ত নিল ম্যাকাউট। যা নিঃসন্দেহে  এক প্রশংসনীয় উদ্যোগ।

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments