Header Ads

সিধুর নতুন গানে ট্যালেন্ট হান্ট, ঈদের রাতে মুক্তি পাচ্ছে 'গোলাপি একটা রাস্তা'


ঈদ উপলক্ষে ১৪ ই মে রাত আটটায় মুক্তি পেতে চলেছে সিধুর নতুন গান 'গোলাপি একটা রাস্তা'। গানের শিরোনামই বলে দিচ্ছে এটি একটি ট্রাভেল সঙ। আর সিধুর ট্রাভেল সঙ মানেই এক পৃথক আবেগময় অনুভূতি। বহু বছর আগে 'লেটার ফর্ম শিলিগুড়ি' নামে সিধুর একটা অ্যালবাম মুক্তি পেয়েছিল। যে অ্যালবামে 'কেন এমন হয়' নামে একটি ট্রাভেল সঙ তৈরি হয়েছিল। 'কেন এমন হয়' গানটি বহু শ্রোতাদের নজর কেড়েছিল। 'কেন এমন হয়' গানটিই বলে দেয় সিধুর ট্রাভেল সঙ ঠিক কতটা আবেগময়। 


কিছুমাস আগে ত্রিপুরার নানান জায়গাতে শ্যুটিং হয়েছিল 'গোলাপি একটি রাস্তা' গানটি৷ অতিমারির সময়ে মানুষ যখন প্রায় ঘরবন্দি তখন একটা ভ্রমণের গান প্রকাশ করার কথা ভাবলেন সিধু৷ ব্যাস, যেমন ভাবনা তার তেমনই প্রতিফলন ঘটে গেল। সিধু বানিয়ে ফেললেন এক আকর্ষণীয় গান 'গোলাপি একটা রাস্তা'। সিধুর এই নতুন গানে রয়েছে ট্যালেন্ট হান্ট। 

শুধু সিধুই নয়, এ প্রজন্মের অত্যন্ত তরুণ একটি ছেলে অরিৎও আছে এই গানের সঙ্গে। গানটি অনেক আগে ক্যাকটাসের জন্যই বানানো হয়েছিল, তার বক্তব্য যদিও বড়দের মতো ছিল, এখানে যেহেতু অরিৎ একটা তেরো বছরের ছেলে সঙ্গে গাইছে তাই একটু পরিবর্তন করা হয়েছে। 


গানটির সুরারোপ করেছেন সিধু। গানটি লিখেছেন সিধু ও দীপাংশু আচার্য যৌথভাবে। সিধুর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে আজ মুক্তি পাবে এই গান। এই মিউজিক ভিডিওটি নির্দেশনা করেছেন সিধু এবং ধীমান চক্রবর্তী। এই গানের পুরো ভিডিও থাকবে অ্যাডভেঞ্চারে ভরা। 

'গোলাপি একটা রাস্তা' গানটির প্রসঙ্গে সিধু লিটারেসি প্যারাডাইসকে জানান "গোলাপি একটা রাস্তা  আমার কাছে স্পেশাল একটা গান। প্রথমত, এই প্রথমবার আমি তেরো বছর বয়সের একটি ছেলে অরিৎ এর সঙ্গে এই গানটি ডুয়েট হিসেবে গেয়েছি। এই গানটি আমাদের অনেকদিনের প্রচেষ্টা। মাঝখানে লকডাউনের জন্য আমাদের প্রজেক্টটা অনেকদূর পিছিয়ে পড়ে। সেটা অবশেষে ম্যাচিওর করলো। আমরা এ গানের পুরো শ্যুটিং টা করেছি ত্রিপুরাতে। আর গানটি যেহেতু একটি ট্রাভেল সঙ সেহেতু ত্রিপুরার লোকেশনটা খুব সুইটেবল হয়েছে। আমি এই গানটি ভালোবেসে ও খুব যত্ন নিয়ে বানিয়েছি। আজ রাতে আমাদের এই গানটি রিলিজ হচ্ছে, আমি খুবই এক্সাইটেড।" 

প্রতিবেদন- সুমিত দে


No comments