Header Ads

প্রথম ভারতীয় হিসেবে 'সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফিক পুরস্কার' জিতে নিল পুবারুণ বসু


প্রথম ভারতীয় হিসেবে 'সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি পুরস্কার' জিতে নিল ২০ বছর বয়সী কলকাতার তরুণ পুবারুণ বসু। গত এপ্রিলে এই পুরস্কারে ২০২১ সালের যুব ফটোগ্রাফার হিসাবে সে মনোনীত হয়। পাবারুন ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। 


লন্ডনে অবস্থিত ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন নামের একটি সংস্থা পরিচালনা করেছিল এই প্রতিযোগিতাটি। চলতি বছরে এই প্রতিযোগিতা ১৪ তম বর্ষে  পদার্পণ করেছে। গোটা বিশ্বের ২২০ টি দেশ থেকে যুব বিভাগে ৩,৩০,০০০ এরও বেশি ছবি জমা পড়েছিল। 

ছয় ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে নির্বাচিত পুবারুণ বসুর ফটোগ্রাফিটির বিষয় ছিল 'এস্কেপ ফ্রম রিয়েলিটি' অর্থাৎ 'বাস্তবতা থেকে অব্যাহতি'। পর্দার ওপর নিক্ষিপ্ত বোলিংয়ে ছায়াগুলি খাঁচার রেলিং বারগুলির ওপর একটি মায়াজাল তৈরি করে, যার পিছনে এক জোড়া হাত দেখা যাচ্ছে যেন ভেঙে যাওয়ার চেষ্টা করছে।

কেন 'বাস্তবতা থেকে অব্যাহতি'? তাঁর মতে এই ছবিটি বর্তমান সময়ের চিত্র তুলে ধরেছে, যখন মানুষ নিজেকে অদৃশ্য শত্রুর ভয়ে জড়িয়ে ধরে। আমরা মুখোশের পিছনে রয়েছি, নির্দ্বিধায় নিজেকে প্রকাশ করতে পারি না। ছবিটি একটি সীমাবদ্ধ বিশ্বে মানুষের অবস্থা দেখায়। 'রানী' শিরোনামের বোহেমিয়ান রেপসোডি গানের শিরোনামের মধ্যে এই লাইনটি তার মনে এসেছিল, "এটিই কী বাস্তব জীবন?/ এটি কী কেবল কল্পনা?/ ভূমিকম্পের কবলে পড়ে/ বাস্তবতা থেকে রেহাই পাওয়া যায়নি।"

পুবারুণ বসু মাত্র ৪ বছর বয়স থেকে তার বাবার ক্যামেরা নিয়ে ছবি তোলা শুরু করে। তারপর থেকে চাক্ষুষ এবং পারফর্মিং আর্টস এর প্রতি সে তার ভালোবাসাকে লালন করে চলেছে। তার বাবাও একজন পেশাদার ফটোগ্রাফার। উত্তর কলকাতায় তাঁর বাড়ির চারপাশে সমস্ত ধরণের ফটোগ্রাফির সরঞ্জাম ছিল। এটি এমন একটি জায়গা যাকে স্ট্রিট ফটোগ্রাফারদের স্বর্গও বলা চলে।

পুবারুণ বসু তার ছবিটির শটের প্রযুক্তিগত বিবরণ করে জানিয়েছে "আমি নিকন ডি ৮০০ ই এর সাথে সংযুক্ত নিকন ১৬ থেকে ৩৫ এমএম f/4 ইডি ভিআর লেন্স দিয়ে ফটোটি ক্লিক করেছি। শাটারের গতি ১/৪০ সেক্টরে f/4 অ্যাপারচার এবং আইএসও ৪০০ দিয়ে রাখা হয়েছিল, সেই সময়ের ফোকাল লেন্থ ছিল 32 এমএম।"

প্রতিবেদন- সুমিত দে


No comments