৭৩ জন করোনা রোগীর প্রাণ বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো কলকাতা পুলিশ
গত বুধবার ১২ ই মে গড়িয়ার এক বেসরকারি হাসপাতালে অক্সিজেনের চরম ঘাটতি দেখা যায়। রিফিল স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে সময়মতো এসে পৌঁছাতে পারছে না অক্সিজেন সিলিন্ডার। এদিকে হাসপাতালে ৭৩ জন করোনা রোগীর প্রাণ সংশয়ের আশঙ্কা। হাতে মাত্র দুই ঘন্টার অক্সিজেন পড়ে আছে। এমতাবস্থায় এগিয়ে আসে কলকাতা পুলিশ।
গড়িয়ার সেই হাসপাতালের অবস্থার কথা কলকাতা পুলিশ জানতে পারে রাত সাড়ে নটার সময়। হাসপাতালের চিকিৎসকরা মরিয়া চেষ্টা চালাচ্ছেন অক্সিজেন জোগাড় করার। খবর পেয়েই কাজে লেগে যায় কলকাতা পুলিশের একাধিক টিম ও কলকাতা পুলিশ হাসপাতাল। বিভিন্ন অক্সিজেন সরবরাহকারী সংস্থা, কলকাতা পুলিশ হাসপাতাল এবং শিল্পজাত অক্সিজেন প্রস্তুতকারক সংস্থা লিন্ড-এর কাছ থেকে কলকাতা পুলিশ দ্রুত জোগাড় করে মোট ৭২টি সিলিন্ডার।
রাত এগারোটার মধ্যে সবকটি সিলিন্ডার পৌঁছে দেওয়া হয় হাসপাতালে। যার ফলে প্রাণরক্ষা হয় ৭৩ জন মানুষের। আর কিছুক্ষণ দেরি হলেই ঘটে যেতে পারতো ভয়ানক বিপত্তি। স্বস্তির কথা, রিফিল স্টেশনে আটকে থাকা ৭২টি অক্সিজেন সিলিন্ডারও গভীর রাতে এসে পৌঁছয় সেই হাসপাতালে।
করোনার আবহে এক অবর্ননীয় মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো কলকাতা পুলিশ। সোশ্যাল মিডিয়াতে কলকাতা পুলিশের এই মিশনের কথা তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ারও করা হয়েছে।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment