Header Ads

রক্তের ঘাটতি মেটাতে পবিত্র ঈদ ও অক্ষয় তৃতীয়াতে রক্তদান শিবিরের আয়োজন বাংলা পক্ষ'র


কোভিড পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রচণ্ড রক্তের ঘাটতি দেখা যাচ্ছে। সংক্রমণের আশঙ্কায় বহু মানুষ রক্ত দিতে ভয় পাচ্ছেন।  কেউই সাহস করে হাসপাতালে গিয়ে রক্ত দিতে চাইছেন না৷ ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এসেছে বহু সংগঠন। গত ১৪ ই মে ঈদ ও অক্ষয় তৃতীয়ার এক পবিত্র দিনে রক্তের জোগান দিতে এগিয়ে এলো বাংলা পক্ষ। 


হুগলি বাংলা পক্ষের উদ্যোগে চুঁচুড়ার দুর্গাগতি মেমোরিয়াল হলে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। যেখানে উপস্থিত ছিলেন হুগলি বাংলা পক্ষের সকল সহযোদ্ধারা। এই কর্মসূচি সফল করার জন্য বিশেষভাবে সাহায্য করেছেন কাকলী বিশ্বাস ও দেবায়ন দাশগুপ্ত। চন্ডীতলা থেকে উত্তরপাড়া, সপ্তগ্ৰাম থেকে চন্দননগর, চুঁচুড়া, ভদ্রেশ্বর ও রিষড়া অঞ্চল থেকে এই প্রচণ্ড গরমে সময় বার করে হুগলি বাংলা পক্ষের সহযোদ্ধারা এসে স্বেচ্ছায় রক্তদান করেন। চুঁচুড়া ব্লাড ব্যাঙ্কের কর্মীরা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রক্তদান শিবিরে। 

স্বেচ্ছায় রক্তদান শিবিরের প্রসঙ্গে হুগলি বাংলা পক্ষের জেলা সম্পাদক দর্পণ ঘোষ জানান "চলতি বছরে এই নিয়ে তিনবার রক্তদান শিবিরের আয়োজন করলো বাংলা পক্ষ। এর আগে আমফানের সময়ে সুন্দরবনবাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছিল।"


আয়োজিত রক্তদান শিবির থেকে প্রায় ৩০ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে বলে জানান জেলা কমিটির সদস্য ঋত্বিক দে, সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয়েছে হুগলি জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের হাতে।

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments