Header Ads

তিরন্দাজি বিশ্বকাপে জোড়া সোনা জয় অতনু দাস ও দীপিকা কুমারী দম্পতির


গুয়াতেমালা সিটিতে অনুষ্ঠিত তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতলেন অতনু দাস ও তাঁর স্ত্রী দীপিকা কুমারী। রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন অতনু দাস ও দীপিকা কুমারী। এই প্রথমবার তিরন্দাজিতে সোনা জিতলেন অতনু দাস। তবে, দীপিকা কুমারী এই প্রথমবার নয়, এ নিয়ে তিনবার সোনা জিতলেন। অতনু দাস ও দীপিকা কুমারীর এই সাফল্য গর্বিত করেছে গোটা বাংলাকে। 


অলিম্পিকে যোগ্যতা আগেই অর্জন করে নিয়েছিলেন এই দম্পতি। ফাইনালে স্পেনীয় তিরন্দাজ ড্যানিয়েল কাস্ত্রোকে ৬-৪ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক অর্জন করলেন অতনু দাস। অন্যদিকে দীপিকা কুমারী স্বর্ণপদক জিতলেন আলেজান্দ্রা ভ্যালেন্সিয়াকে ৭-৩ ব্যবধানে হারিয়ে।  

অতনু ও দীপিকার দু'বছরের প্রেমের সম্পর্ক ছিল। গতবছর  লকডাউনে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অতনু দাস কলকাতার বরানগরের বাসিন্দা। দীপিকা কুমারী রাঁচির বাসিন্দা। টোকিও অলিম্পিকে ভারতের হয়ে তিরন্দাজি তে অংশ নিতে দেখা যাবে তাঁদের। এই প্রথমবার কোনো অলিম্পিকে যাচ্ছেন কোনো ভারতীয় দম্পতি। 

প্রায় ২ বছর পরে বিশ্বের সেরা আন্তর্জাতিক ক্যালেন্ডার ইভেন্টে ভারতের রিকার্ভ তিরন্দাজরা এতো ভালো পারফরম্যান্স করলো। এর পাশাপাশি এটা একক রিকার্ভ পুরুষ বিভাগে ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স। ২০০৯ সালে জয়ন্ত তালুকদার ক্রোয়াশিয়ায় জয়লাভ করার পর এমন ফলাফল ভারত আর কখনও করতে পারেনি। 

প্রতিবেদন- সুমিত দে


No comments