প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়
চারমাস হলো গত হয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এমন এক প্রতিভাবান মানুষের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল সিনেমার জগতে। তাঁর মৃত্যু সংবাদ ছাপা হয়েছিল গোটা বিশ্বজুড়ে। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন প্রায় ২৫০ টি ছবিতে। তাঁর মৃত্যুর চারমাস পেরোতে না পেরোতেই চট্টোপাধ্যায় পরিবারে আবারো নেমে এলো শোকের ছায়া। বিদায় নিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়।
সৌমিত্র চট্টোপাধ্যায় যেমন ছিলেন একজন বড় অভিনেতা তেমনই তাঁর স্ত্রী ছিলেন একজন বড় ব্যাডমিন্টন খেলোয়াড়। ১৯৬০ সালে দীপা চট্টোপাধ্যায়ের সাথে সংসার বাঁধেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁদের দাম্পত্য জীবন চলতি বছরে ষাট বছর অতিক্রম করেছে। এই ষাট বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছে করোনা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মহান অভিনেতা হয়ে ওঠার পিছনে তাঁর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের যথেষ্ট অবদান রয়েছে। তাঁর স্ত্রী দীপা চট্টোপাধ্যায় তাঁকে বারংবার অনুপ্রেরণা দিয়েছেন। দীপা চট্টোপাধ্যায় বেশিরভাগ লোকেদের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী হিসেবেই থেকে গেছেন কিন্তু তার বাইরেও যে তিনি একজন প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন তা আমরা অনেকেই ভুলে গেছি।
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন দীপা চট্টোপাধ্যায়। স্বামী মারা যাওয়ার পর তিনি প্রচণ্ড ভেঙ্গে পড়েন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণসভাতেও তাঁকে উপস্থিত থাকতে দেখা গেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর আর নতুন করে বেঁচে থাকার মতো শক্তি পাননি তিনি। গত শনিবার রাত তিনটের কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সৌমিত্র জায়া দীপা চট্টোপাধ্যায়। কন্যা পৌলমী বসু ও পুত্র সৌগত চট্টোপাধ্যায় চোখের জলে বিদায় জানালেন নিজেদের মাকে।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment