Header Ads

প্রয়াত ঠাকুরবাড়ির সর্বকনিষ্ঠ সদস্য অমিতেন্দ্রনাথ ঠাকুর


রবিবারের আজকের সকাল শুরু হলো দুঃসংবাদের মধ্য দিয়ে। পতন হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এক মহীরুহের। চিরবিদায় নিলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সর্বকনিষ্ঠ সদস্য অমিতেন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগের আগের মুহূর্ত পর্যন্ত চালিয়ে গেছেন গবেষণার কাজ। তিনি ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র। অবনীন্দ্রনাথ ঠাকুরের জৈষ্ঠ্য পুত্র অলোকেন্দ্রনাথ ঠাকুর ও পুত্রবধূ পারুলদেবীর জৈষ্ঠ্য পুত্র অমিতেন্দ্রনাথ ঠাকুর। 


জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অমিতেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় জাপানি বোমা পড়ার সময় তাঁরা সপরিবারে শান্তিনিকেতনে উঠে আসেন। সেখানেই চিনা ভবনে তাঁর চিনা ভাষা ও সাহিত্য শিক্ষা শুরু হয়। স্বাধীনতার প্রাক্কালে এক প্রতিনিধিদলের সঙ্গে পরে তিনি চিন সফরেও যান। দীর্ঘ ২৩ বছর আমেরিকাতে বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ে চিনাভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেন তিনি। 

অমিতেন্দ্রনাথ ঠাকুর তাঁর পারিবারিক শিল্প-সংস্কৃতির চর্চায় সম্পূর্ণ স্বতন্ত্র আঙ্গিকে  সংযোজন করেছিলেন প্রাচীন চিনা-সাহিত্যের গবেষণা। আনুমানিক খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে রচিত প্রাচীনতম চিনা সাহিত্য, লাওৎসের লেখা 'তাও-তে-চিং' নিয়ে তাঁর গবেষণা, বঙ্গানুবাদ চিনদেশের সংস্কৃতি চর্চায় দিকচিহ্নপ্রতিম৷ বেজিং বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও বিশ্বভারতীর ডক্টরেট অমিতেন্দ্রনাথ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, বিশ্বভারতী, মিশিগানের ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়-সহ দেশবিদেশের খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানে চিনা ভাষা ও সাহিত্যের পাঠ দিয়েছেন,  চিনদেশীয় গল্প-কবিতা বাংলা-ইংরেজিতে অনুবাদও প্রকাশ করেছেন।  

৯৮ বছর বয়সে থেমে গেল অমিতেন্দ্রনাথ ঠাকুরের জীবন নামক অধ্যায়। কথায় আছে, 'জন্মিলে মরিতে হবে', কিন্তু অমিতেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুটা আর পাঁচটা মৃত্যুর থেকে আলাদা। তাঁর মৃত্যুতে থেমে গেল বাঙালির চিনা ভাষাচর্চা। সমাপ্তি ঘটলো এক ঐতিহ্যময় পরিবারের। 

প্রতিবেদন- সুমিত দে


No comments