Header Ads

'শুধু সুন্দরবন চর্চা' ও 'তেপান্তরের স্বপ্ন' সংস্থার উদ্যোগে মৌসুনি দ্বীপে মহিলাদের সচেতনতা শিবির


সুন্দরবনের নামখানা ব্লকের মৌসুনি দ্বীপ। কলকাতা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে তিন দিকে চেনাই নদী ও সাগরের মোহনা দিয়ে ঘেরা শান্ত সমুদ্র ও নির্জন নিরিবিলি দ্বীপ হলো মৌসুনি দ্বীপ। প্রায় ২৫ বর্গকিমি আয়তনের এই দ্বীপে রয়েছে সমুদ্রের গর্জন, নির্জনতা আর ঝাউ বনের সোঁ সো শব্দ। বহু পর্যটকও এখানে ভিড় করেন। 


আমফানের সময় মৌসুনি দ্বীপের নিকটবর্তী বহু নদীবাঁধ ভেঙ্গে যায়। গোটা এলাকা জলমগ্ন হয়ে ওঠে। তাছাড়াও আমফানের আগে দুটো কোটালের জলচ্ছাসে প্রচণ্ড ক্ষতি হয় মৌসুনি দ্বীপের। প্রচুর মানুষের ঘরবাড়ি তলিয়ে যায়। মৌসুনি দ্বীপের মানুষেরা এভাবে নানান প্রতিকূলতার মাধ্যমে দিনযাপন করছেন। মৌসুনি দ্বীপের মানুষেরা ভালো নেই। বিপদকে সাঙ্গ করে ভয়ে ভয়ে প্রতিটি দিনরাত্রি অতিবাহিত হচ্ছে তাদের। 

সম্প্রতি সুন্দরবনের ভাঙন কবলিত মৌসুনি দ্বীপের ৬০০ জন মহিলাকে পরিষেবা প্রদানের উদ্যোগ নিল 'শুধু সুন্দরবন চর্চা' পত্রিকা এবং 'তেপান্তরের স্বপ্ন' নামক একটি সংস্থা। গত ৬ ই ফেব্রুয়ারী মৌসুনি দ্বীপে 'শুধু সুন্দরবন চর্চা' এবং 'তেপান্তরের স্বপ্ন' এর যৌথ উদ্যোগে ৬০০ জন মহিলাকে নিয়ে আয়োজিত হলো একটি সচেতনতা শিবির৷ নানা প্রতিকূলতার মাঝে লড়াই করে টিকে থাকা সুন্দরবনের এই নারীদের সুস্থ স্বাভাবিক স্বাবলম্বী জীবনের আলো দেখানোর লক্ষ্যমাত্রা নিয়ে এই অভূতপূর্ব উদ্যোগ নেওয়া হয়। 

মৌসুনি দ্বীপের মহিলাদের নিয়ে এই সচেতনতা শিবিরে আয়োজন করা হয় সেলাই প্রশিক্ষণ কর্মশালা। এছাড়াও বৃষ্টির জল সংরক্ষণের জন্য মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়, স্ত্রী রোগ বিশেষজ্ঞ কর্তৃক মহিলা পরিষেবা প্রদান ও বস্ত্র বিতরণ কর্মসূচী আয়োজিত হয়। 

অনুষ্ঠানে মহিলাদের স্বাস্থ্য-সচেতন করতে বক্তব্য রাখেন পদ্মশ্রীপ্রাপ্ত প্রবীণ চিকিৎসক ডা.অরুণোদয় মণ্ডল৷ তিনি বেশ কয়েকজন মহিলার স্বাস্থ্য পরীক্ষাও করেন৷ জল সংরক্ষণ বিষয়ে যে প্রদর্শনীর আয়োজন করা হয় তাতে গ্রামীণ মহিলাদের বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা বুঝিয়ে দেন নদী বিজ্ঞানী এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কল্যাণ রুদ্র৷ মহিলাদের স্বনির্ভর করা ও বিক্রয়যোগ্য কর্মপ্রক্রিয়ার অঙ্গ হিসেবে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে ছিল সেলাই প্রশিক্ষণ কর্মশালা৷ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার গোপা গুপ্তা৷ মৌসুনির ভাঙন বিধ্বস্ত অঞ্চলের ৬০০ জন মহিলার হাতে তুলে দেওয়া হয় একটি করে নতুন শাড়ি৷ সংস্থার সম্পাদক জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী জানিয়েছেন "বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির জন্য যেসব দ্বীপে খুব বেশি ক্ষতি হচ্ছে মৌসুনি তাদের অন্যতম৷ গত কয়েক বছর ধরে এই দ্বীপের বাসিন্দাদের পাশে সাধ্যমত দাঁড়ানোর চেষ্টা করছে 'শুধু সুন্দরবন চর্চা' পত্রিকা ও 'তেপান্তরের স্বপ্ন' সংস্থাটি৷"

'শুধু সুন্দরবন চর্চা' পত্রিকা ও 'তেপান্তরের স্বপ্ন' সংস্থার ৬ ই ফেব্রুয়ারীর সচেতনতা শিবির নিঃসন্দেহে মৌসুনি দ্বীপের মহিলাদের উপকারে লাগবে। আলোচ্য দুই সংস্থা শুধু এই প্রথমবারই এমন উদ্যোগ নেয়নি, এর আগেও নানান উদ্যোগে নিজেদের সামিল করেছে তারা। যেভাবে কোনো মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয় ঠিক সেভাবেই তারা সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছে। 

প্রতিবেদন- সুমিত দে


No comments