ফেলে দেওয়া সামগ্রী দিয়ে শিল্পকর্ম সৃষ্টিতে বিভোর ৭২ বছরের বৃদ্ধা কৃষ্ণা সেন
ফেলে দেওয়া তুচ্ছ বস্তুও অনেক সময় কাজে লাগে। ফেলে দেওয়া তুচ্ছ বস্তু দিয়ে সৃষ্টি হতে পারে শিল্প। জলপাইগুড়ি শহরের ১৮ নম্বর ওয়ার্ডের কেরাণীপাড়ার বাসিন্দা কৃষ্ণা সেন ফেলে দেওয়া সামগ্রী দিয়ে সৃষ্টি করছেন বিভিন্ন ধরণের শিল্পকর্ম। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিপুণ হাতে যত্ন করে তৈরি করে চলেছেন শিল্পকর্ম। তার সৃষ্টি শিল্পকর্মগুলোর দিকে তাকালে অবাক হতে হয়। তার হাতের নান্দনিক ছোঁয়াতে গড়ে উঠছে অকল্পনীয় সব শিল্পকর্ম।
হস্তশিল্পী কৃষ্ণা সেন নারকেল মালাই দিয়ে বানান ঢোল, নারকেল চোবড়া দিয়ে বানান লবণ দানি, তবলা ও একতারা, গিটার, সূতলি দড়ি দিয়ে বানান গনেশ, তাল আঁঠি দিয়ে বানান পেঁচা ও আরো হরেক রকমের শিল্প সম্ভার তিনি বানিয়েই চলছেন। শিল্পের প্রতি অন্যরকম প্রেম রয়েছে তার মধ্যে। জলপাইগুড়ি শহরের লোকেদেরেও ভালো লাগছে তার বানানো শিল্পকর্মগুলি৷
কৃষ্ণা সেনের বর্তমান বয়স ৭২ বছর। এতো বছর বয়সে এসেও তিনি একা হাতে শিল্পকর্ম বানাচ্ছেন। তার দৃষ্টিশক্তি ৭০ বছর পেরিয়ে যাওয়ার পরও সতেজ আছে। এই বয়সে শিল্পকর্ম বানানো ভাববার বিষয়। তিনি ঠিক করেছেন যতদিন তার দৃষ্টি প্রখর থাকবে ততদিনই তিনি শিল্পের সঙ্গে জড়িত থাকবেন। সত্যি কথা বলতে শিল্পের কোনো বয়স হয়না। যে-কোনো বয়সের মানুষই শিল্প নিয়ে কাজ করতে পারেন।
শিল্পের মধ্যে আলাদা শক্তি আছে। শিল্পের নেশাতে মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত বিভোর থাকেন। শিল্পের কোনো শেষ নেই। শিল্প অবিনশ্বর। তাই তো হস্তশিল্পী কৃষ্ণা সেন ৭০ বছর পেরিয়ে যাওয়ার পরও শিল্পের মায়াতে আচ্ছন্ন। তিনি নিজস্ব শিল্পকর্ম বিক্রি করে অর্থ উপার্জনও করে থাকেন৷ জেলার বিভিন্ন মেলাতে তিনি নিজের শিল্পকর্ম দিয়ে সাজানো স্টল নিয়েও ছুটে যান।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment