Header Ads

রায়গঞ্জে শুরু হচ্ছে শীতকালীন জলজ পক্ষী গণনা


পরিবেশের ভারসাম্য, জলবায়ুর পরিবর্তন ও পরিবেশ দূষণের জন্য অনেক প্রাণী বিলুপ্তির পথে দিন গুণছে। বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণের জন্য বর্তমানে জীব বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন। তাতে অনেক সুফলও লক্ষ্য করা যাচ্ছে। এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে। মানুষের স্বার্থের জন্য নষ্ট হচ্ছে বহু বনজঙ্গল। যে কারণে বন্যপ্রাণীরা তাদের বাসস্থান হারাচ্ছে। বনজঙ্গল ধ্বংসের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থলজ প্রাণীরা। তবে স্থলজ প্রাণীর তুলনায় জলজ প্রাণী বিশেষ করে জলজ পাখি বিশেষ ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর প্রধান কারণ হলো বিভিন্ন জলাশয়ে চোরাশিকারীরা ফাঁদ পেতে জলজ প্রাণী শিকার করছে। অনেক বাঁধ ও পুকুরে মাছ ধরার জাল পেতে রাখার জন্য বহু জলজ পাখি মারা যাচ্ছে।  


দুষ্ট মানুষের অত্যাচারে জলজ পাখির সংখ্যা অনেকটা হ্রাস পাচ্ছে। পরিবেশের ভারসাম্য ও পরিবেশ দূষণের জন্য বিলুপ্তির পথে বহু জলজ পাখি। তাই এখন প্রতি বছর জীববিজ্ঞানী ও প্রাণী বিশেষজ্ঞরা পশুপাখির সংখ্যা গণনা করছেন। এই গণনাগুলোর মধ্য দিয়ে বিলুপ্তপ্রায় প্রাণী সম্পর্কে সুষ্ঠু ধারণা পাওয়া যায়। বিভিন্ন বনজঙ্গল, খাল-বিল, মফঃস্বল, পাহাড়-পর্বত প্রতিটি জায়গাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাধ্যমে এই গণনাগুলো সম্পন্ন হয়।  

সম্প্রতি পশ্চিমবঙ্গের বনদপ্তরের উদ্যোগে রায়গঞ্জ শহরে শুরু হতে চলেছে শীতকালীন জলজ পাখি গণনা। তারই প্রস্তুতি কীভাবে আরম্ভ হবে ও কোন পদ্ধতিতে গণনাটি করা হবে সেই উদ্দেশ্যে আজ ১৩ ই জানুয়ারি রায়গঞ্জে এক বিশেষ সভার আয়োজন করা হচ্ছে। এই সভাতে উপস্থিত থাকতে দেখা  যাবে জেলার বিভিন্ন আগ্রহী স্বেচ্ছাসেবী সংস্থা ও পরিবেশ সংগঠনগুলোকে।  

আগামী মাসের ২ তারিখ পর্যন্ত চলবে জলজ পাখিদের এই গণনাটি। যে গণনা থেকে রায়গঞ্জে জলজ প্রাণীদের অবস্থা সম্পর্কে যথাযথ তথ্য জানা যাবে। এই সভাটির মধ্য দিয়ে শুরু হবে গণনার কাজ। হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন, পিপলস ফর এ্যানিম্যালস, নর্থ বেঙ্গল ফটোগ্রাফিক ক্লাব ও রায়গঞ্জ মুক্তির কান্ডারীর মতো সংগঠন ও সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সভাতে। 

প্রতিবেদন- সুমিত দে

No comments