অভিষেক অধিকারীর কবিতা 'নামের খেলা'
ঢলঢলে একটুকরো রোদে তুমি করছ খেলা
বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে তোমায় ডাকছে
আজকে তোমার সাথে কথা হবে মেলা
আমার প্রতিটি নিঃশ্বাস যেন তোমাকে ঢাকছে।
কিছু ঝড় আর একটা উড়ন্ত চেতনা
তোমার নিঃশ্বাস যেন দেয় না সাড়া
কথার প্রতিটি কোণে ছড়িয়ে থাকা অব্যক্ত বেদনা
তাদের কোন বন্ধু নেই এক তোমাকে ছাড়া।
সুখের মাঝে মানুষের একা চেহারা
দুখের অভিসারে বড়ই কাতর
হিংসার প্রতিটি ছোবলে গোপণতা বাক্যহারা
আজ তার সুবাসে নেই কোন গন্ধ আতর।
মানুষ তোমার খেলা ঘরে আজ লেগেছে যুদ্ধ
পুঁই এর ডাঁটা নিয়ে করেছ লড়াই
মনের এককোণে আজও নীরবে বুদ্ধ
শুধু বাগানের ওপাশে দাঁড়িয়ে করছ বড়াই।
Post a Comment