Header Ads

স্কুটির ইঞ্চিনকে তিন চাকার যানে রূপান্তর করে চমক করিমগঞ্জের সুমন দেবের


আসামের বরাক উপত্যকা যেখানে প্রায় ৮০ শতাংশ মানুষ বাংলাতে কথা বলেন। কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ এই তিনটি জেলা নিয়ে অবস্থিত বরাক উপত্যকা। বলা চলে এই উপত্যকা বাঙালির আপন দেশ। এখানে বাঙালিদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। তারই উদাহরণ এবার উঠে এলো সবার সামনে। করিমগঞ্জের এক যুবক সুমন দেব এমন একটি বিস্ময়কর কাজ করে ফেলেছেন যা আপনাকেও চমকে দেবে। 


সুমন দেব যার মোটরগাড়ি নিয়ে প্রবল উৎসাহ রয়েছে। তিনি এমন একটি তিন চাকাবিশিষ্ট গাড়ি বানিয়ে ফেলেছেন, যা দেখলে আপনি চমকে যাবেন। আর আপনি যদি গাড়ি চালাতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এক দূর্দান্ত গাড়ি হতে চলেছে এই তিন চাকার গাড়িটি। ফর্মুলা ওয়ান কারের সাথে এই গাড়িটির যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। তবে ফর্মুলা ওয়ান কার তৈরির পদ্ধতির সাথে এই গাড়ি তৈরির পদ্ধতি মেলালে আপনার যথেষ্ট ভুল হবে। তিন চাকার নতুন এ গাড়িটি বানানোর পদ্ধতি ও গাড়ির ডিজাইন সবই তার মস্তিষ্কপ্রসূত। 

সুমন দেবের একটি ১২৫ সিসির অ্যাক্টিভা স্কুটি ছিল। সেই স্কুটির ইঞ্চিনকে তিন চাকার মধ্যে রূপান্তরিত করেছেন। যা ৩০ কিলোমিটার  পর্যন্ত চলতে পারে। সত্যিই অভাবনীয় এই যানবাহন। সুমন দেব বলেন "এখনও যন্ত্রের কিছু সাজসজ্জা বাকী আছে। তারপর এই যানটির পুরো কাজ সম্পূর্ণ হবে। এই কাজটি শেষ করার পর আমি বাইক ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করবো।"

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments