সর্বভারতীয় গেট পরীক্ষার এডমিট কার্ডে বাংলাতে সই করলেন চেয়ারপার্সন দীপঙ্কর চৌধুরী
হীনমন্যতায় ভোগা বাঙালিরা মনে করেন বাংলা ভাষার কোনো মূল্য নেই। তারা মনে করেন বাংলা ভাষা শিখে কী হবে? সত্যি কথা বলতে মাতৃভাষাকে ভালোবাসার ক্ষমতা এদের নেই। তাই তো হিন্দি বা ইংরেজি বলতে তেনারা সবচেয়ে বেশি স্বাছন্দ্যবোধ করেন৷ এদের জন্যই তো বাংলা ভাষা আজকে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে। তবে এনাদেরও একদিন বুঝতে হবে যে মাতৃভাষার গুরুত্ব কতখানি। ঘুমন্ত বাঙালির মনে মাতৃভাষার গুরুত্ব বোঝানোর লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
বর্তমানে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতে বাঙালি জাতীয়তাবাদের ঢেউ উপচে পড়ছে। এই দুই রাজ্যে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই অনেক রাজনৈতিক দল নিজেদের বাঙালি প্রমাণ করতে মরিয়া উঠেছে। থাক সে রাজনীতির কথা। কারণ এখন বাঙালিকে রাজনীতির উর্দ্ধে উঠতে হবে। বাঙালিকে রাজনৈতিক কচকচানিতে না জড়িয়ে বাংলা মায়ের উন্নতির কথা এখন ভাবার সময় এসে গেছে।
তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালার মতো রাজ্যগুলো নিজেদের ভাষার প্রতি এতোটাই সচেতন যে আরো দশটা শতাব্দী হাসতে হাসতে টিকে যাবে তাদের ভাষা। দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো মাতৃভাষা প্রেম৷ এই রাজ্যগুলোতে তাদের মাতৃভাষা বাধ্যতামূলক। আর পশ্চিমবঙ্গে নামমাত্র বাংলা ভাষা বাধ্যতামূলকের কথা ঘোষণা করা হলেও হাতে-কলমে তা কার্যকর হয়নি৷ বাঙালির হীনমন্যতার সুযোগ নিয়ে আজকে বাংলার বুকে হিন্দি মিডিয়াম স্কুল গজিয়ে উঠেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ৯০০ টি হিন্দি মিডিয়াম স্কুল আছে। ত্রিপুরাতে ৮০০ বাংলা মাধ্যমের স্কুলকে বেসরকারিকরণ করে ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করা হচ্ছে।
বাংলা ভাষা ও বাঙালির আকাশে আশঙ্কার কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে। বাংলা ও বাঙালির আজ বিপদ আসন্ন। বাংলা ভাষার পিঠ ঠেকে যাওয়ার মতো দূর্দিনে জাত্যাভিমান দেখিয়ে বাঙালিকে জাগানোর চেষ্টা করলেন গেটের অর্গানাইজিং চেয়ারপার্সন অধ্যাপক দীপঙ্কর চৌধুরী। তিনি সর্বভারতীয় পরীক্ষা গেটের এডমিট কার্ডে সই করলেন বাংলাতে। এতোদিন পর্যন্ত আপনারা গেট পরীক্ষার মতো সর্বভারতীয় পরীক্ষার এডমিট কার্ডে হিন্দি ও ইংরেজিতে লেখা সই দেখেছেন। কিন্তু যেখানে অন্য কোনো অহিন্দি ভাষার সই যেন ছিল মহাজাগতিক ধারণা। অথচ দুর্ভাগ্যের বিষয় ভারতের ২২ টি সরকারি স্বীকৃতি ভাষা থাকা সত্বেও সেই ভাষাগুলোকে যেন অছ্যুতের মতো দেখে আসা হয়েছে বা হচ্ছে। সেইসব ভাষিক আগ্রাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অধ্যাপক দীপঙ্কর চৌধুরী (গেট পরীক্ষার চেয়ারপার্সন) গেট পরীক্ষার এডমিট কার্ডে বাংলাতে সই করে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান জানালেন৷ তাঁর এমন মহৎ সিদ্ধান্তে আপ্লুত বাঙালি সহ সমস্ত অহিন্দি জাতির মানুষ।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment