Header Ads

নতুন জীবনের খোঁজ দিলেন অরিন্দম জিমি তার নতুন গান 'আয় সাজবো পাখি'তে


যারা এখনও খড়কুটো জমা করে ঝড়ে ভেঙ্গে যাওয়া দূর্দিনে বাঁধে ঘর। সাঁকো বেয়ে আমরা পারাপার করি, শুধু বেঁচে থাকাটাই এ যুগের উপহার। সঙ্গীতশিল্পী অরিন্দম  জিমির নতুন গান 'আয় সাজবো পাখি'তে এই উপলব্ধিটাই উঠে এলো। অরিন্দম জিমি তার প্রতিটি গানেই এভাবেই জীবনের কথা বলতে ভালোবাসেন৷ রোগগ্রস্ত পৃথিবীর বুকে তিনি নতুন জীবন খুঁজে পেতে চাইছেন এই গানে৷ সঙ্গীত শিল্পী অরিন্দম জিমি তুই নেই বলে, তোমার শ্রাবণ, কেউ বিশ্ব দেখছে, আমি জানতাম তুমি আসবে, সবই তোমারই জন্য, আমার চোখে, নির্বাসনের মতো অজস্র বাংলা মৌলিক গানের জন্ম দিয়েছেন। দূর্দান্ত ভিডিও ও অসাধারণ সুরের মিশেলে তিনি গানে গানে শিহরণ সৃষ্টি করেছেন। মৌলিক গানকে আপন করে তিনি একগুচ্ছ গান বানিয়ে দর্শকের অন্তরে স্থান করে নিয়েছেন। বাংলা মৌলিক গানকে তিনি নতুন পথের দিশা দেখাচ্ছেন। 

দীর্ঘ লকডাউনের ফলে তিনি নতুন গান তৈরি করতে পারছিলেন না৷ বহু প্রতীক্ষার পর শেষমেশ বেশ কিছু গান তিনি রেকর্ডিং করে ফেলেলেন৷ আস্তে আস্তে এক এক করে মুক্তি পাবে সেই গানগুলি৷ আপাতত মুক্তি পেল তার নতুন গান 'আয় সাজবো পাখি'৷ 

এ গানের প্রসঙ্গে তিনি বলেন "দীর্ঘ লকডাউন ওঠার পর আমি আর রীতেশ আমাদের নতুন রেকর্ডিং করার কথা ভাবি। স্টুডিও বন্ধ ছিল প্রায় টানা তিনমাস। আমার প্রফেশনের খাতিরে আমার ঘরবন্দী থাকার প্রশ্ন ছিল না ঠিকই কিন্তু সব ব্যস্ততার মাঝেও স্টুডিওর দরজায় না ঠকঠকালে মন ভালো থাকে না। লকডাউনের পর তাই আমরা আমাদের প্রথম রেকর্ডিং-এর দিন ঠিক করি এবং প্রায় সারাদিন ধরে মোট তিনটি গান রেকর্ড করি, ভিডিও শ্যুট হয় এবং সাথে গীটার টেক। আশা রাখছি আমাদের এই প্রচেষ্টা সফল হবে। সবার সুস্থতা কামনা করি।" 

অরিন্দম জিমির এই গানের কথা ও সুর মন ভালো করে দেওয়ার মতো৷ আবারো নতুন করে মানুষকে বাঁচার আশ্বাস দেখিয়েছেন তিনি এই গানে। যাদের মন এখনও ভালো নেই তারা এ গানটি একবার শুনে নিন৷ আমাদের বিশ্বাস আপনি একটু হলেও মনে মনে বল পাবেন৷ 

প্রতিবেদন- সুমিত দে


No comments