Header Ads

কোকাকোলার পর এবার বাংলাতে ব্র্যান্ডিং শুরু করলো ক্যাডবেরি


ক্যাডবেরি পছন্দ নয় এমন মানুষের সংখ্যা খুবই দুর্লভ। ক্যাডবেরি হলো এমনই একটি চকোলেট যার স্বাদ ও গন্ধ জগদ্বিখ্যাত। কোকো বীজের সাথে দুধ ও চিনি মিশিয়ে বানানো হয় ক্যাডবেরি চকোলেট। কচি-কাঁচা থেকে বৃদ্ধ-আবাল সবার প্রথম পছন্দ ক্যাডবেরি। মুখরোচক হিসেবে ক্যাডবেরি জিভকে পরম তৃপ্তি দেয়। ক্যাডবেরির সৌন্দর্যও বেশ মুগ্ধ করে সকলকে। ক্যাডবেরির প্রোডাক্ট থেকে শুরু করে তার প্যাকেজিং বেশ উন্নতমানের। বেগুনি রঙের প্যাকেটের মধ্যে  রাংতাতে মোড়া থাকে চকোলেটটি। পুরো চকোলেটটির উপরে অনেক নকশাও লক্ষ্য করা যায়।  


ক্যাডবেরির প্রতিষ্ঠাতা হলেন জন ক্যাডবেরি। আজ থেকে ১৯৭ বছর আগে তাঁর হাত ধরেই ক্যাডবেরির যাত্রা শুরু হয় ব্রিটেনে। অল্পদিনের মধ্যেই গোটা ইউরোপে ক্যাডবেরির খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে। আর ইউরোপ ছাড়িয়ে অন্যান্য দেশেও প্রবেশ করতে ক্যাডবেরির বেশি সময় লাগেনি৷ এ দেশেও ক্যাডবেরি বেশ জনপ্রিয়। ক্যাডবেরির স্বাদ যেন অমৃততুল্য। ক্যাডবেরির সমতুল্য চকোলেটের জুড়ি মেলা ভার। তবে সময়ের সাথে সাথে বাজারে ক্যাডবেরিকে টেক্কা দিতে বহু চকোলেট কোম্পানিও এসেছে। গল্পকার অতীন বন্দোপাধ্যায়ের গল্পেও ক্যাডবেরির উল্লেখ পাওয়া যায়। 

এবার এই ক্যাডবেরি ব্র্যান্ডিং শুরু করলো বাংলাতে। বাংলা সহ ভারতের আটটি ভাষাতে ক্যাডবেরি শুরু করলো ব্র্যান্ডিং। করোনা যুদ্ধে জয়ী রোগীদের মিষ্টিমুখ করাতে প্যাকেটের গায়ে লোগোর নীচে ধন্যবাদ লিখে প্রস্তুত করা হচ্ছে ক্যাডবেরি। চল্লিশ টাকা দামের ক্যাডবেরি প্যাকেটে বাংলাতে ধন্যবাদ লেখা দেখতে পাওয়া যাচ্ছে । এই বিশেষ চকোলেটটি বিক্রি করে যে টাকা আমদানি হবে তা ক্যাডবেরি তুলে দেবে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হাতে। এক অভিনব উপায়ে ব্র্যান্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে ক্যাডবেরি। সামাজিক দায়িত্বের পাশাপাশি তারা গুরুত্ব দিচ্ছে মাতৃভাষাকেও। প্রতিটি অঞ্চলের মাতৃভাষার প্রয়োজনীয়তা সম্পর্কে তারা যথেষ্ট অবগত৷ 

জাপান, ফ্রান্স, স্পেন,  জার্মানির মতো দেশগুলি নিজেদের মাতৃভাষাকে কাজে লাগিয়ে উন্নত দেশের তালিকায় নাম তুলেছে। ভাষা শিক্ষার বিভিন্ন মাধ্যমের সূত্রে জানা গেছে পৃথিবীতে ইংরেজির থেকেও বেশি মানুষ স্পেনিশ, ফ্রেঞ্চ ও জার্মানি শেখেন। বাংলার বিভিন্ন বিজ্ঞানী মাতৃভাষায় বিজ্ঞানচর্চার কথা বলেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলাম সারাজীবন ধরে বাংলাতেই সাহিত্যচর্চা করেছেন। অতএব মাতৃভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ক্যাডবেরির আগে বিদেশি কোম্পানি হিসেবে কোকাকোলা বাংলাতে ব্র্যান্ডিং শুরু করেছে৷ এর পিছনে বাঙালি জাতীয়তাবাদীদের যথেষ্ট অবদান রয়েছে। আগামীদিনে প্রতিটি বাঙালি সংগঠনের পাশাপাশি সাধারণ বাঙালিকেও দায়িত্ব নিতে হবে যাতে সবক্ষেত্রেই বাংলাতে এভাবে পরিষেবা পাওয়া যায়। 

প্রতিবেদন- সুমিত দে

No comments