Header Ads

মায়ের স্মৃতিধন্য ঝড়ে পতিত আমগাছ কেটে তার আবক্ষে মায়ের মূর্তি বানালেন শিল্পী নিরঞ্জন বর্মন


মায়ের প্রতি সন্তানের ভালোবাসা থাকে অগভীর৷ পৃথিবীতে মা-ছেলের মধ্যে গড়ে ওঠে এক মধুর সম্পর্ক। মা ছাড়া এ পৃথিবীর আলো আমরা কেউই দেখতে পেতাম না। ঈশ্বর বলে যদি কিছু থাকে তিনি হলেন জননী জন্মদাত্রী মাতা। পৃথিবীতে প্রতিটি মা তার সন্তানদের কাছে দেবীরূপে বিরাজ করেন। অনেক মা সহস্র ত্যাগ স্বীকার করেও তার সন্তানকে লালন করেন। নিজের প্রাণের বিনিময়েও অনেক মা তার সন্তানকে রক্ষা করেন৷ জীবনের সমস্ত দুঃখ-কষ্ট লুকিয়ে সারাজীবন ধরে একটি সন্তানের জন্য একজন মায়ের  দায়িত্ব গ্রহণ সত্যিই তুলনাহীন৷ 


মায়াতে ভরা এ তামাম  দুনিয়াতে যার মা নেই তিনিই বোঝেন মা না থাকার কষ্টটা। কত কত মানুষ আছেন যারা জন্ম থেকে মাতৃহীন-মাতৃহীনা৷যারা মায়ের সংজ্ঞা কখনো উপলব্ধি করার সুযোগটুকু পায়নি৷ অথচ আজকের সমাজে দাঁড়িয়ে দেখা যাচ্ছে একজন মা তার সন্তানকে বড় করার পরও মায়ের ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। কত ছেলেমেয়ে নিজের বাবা-মাকে দেশের বাড়িতে একা ফেলে রেখে বিদেশে স্থায়ী বসবাস স্থাপন করছেন। কত কত বাড়িতে বৃদ্ধা মাকে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।খবরের শিরোনামে প্রতিদিন চোখ রাখলে ছেলের হাতে মা খুন বা মায়ের হাতে ছেলে খুনের মতো ঘটনা কখনো কখনো আমাদের চোখে পড়ে৷ 

সমাজের খারাপ দিকগুলো নিয়েই বেশি বেশি করে খবর হয়। কিন্তু সমাজের ভালো দিক নিয়ে বিশ্লেষণ করার মতো উদ্যোগ কোনো সংবাদপত্রে আজকাল চোখে পড়েনা৷ তাই মানুষের মনে শুভবুদ্ধির উদয় হোক আজকের প্রতিবেদনে। 

মায়ের প্রতি এক সন্তানের পবিত্র ভালোবাসার দৃষ্টান্তের দেখা মিললো সিলেটের হবিগঞ্জে। নিরঞ্জন বর্মন নামের একজন বাঙালি তরুণ কাঠশিল্পী যার হাতে আছে প্রতিভার অস্ত্র। কাঠে খোদাই করে বিভিন্ন স্থাপত্যের কাজে ব্যস্ত থাকেন তিনি৷ বহুবছর হলো তিনি হারিয়েছেন নিজের মাকে৷ গত কয়েকদিন  আগে ঘটে যাওয়া সাইক্লোন আমফানের প্রকোপে তার বাড়ির একটি আমগাছ ভেঙ্গে পড়ে। যে আমগাছটি তার মা রোপণ করেছিলেন৷ সেই মায়ের স্মৃতিধন্য আস্ত আমগাছটিকে কেটে তার আবক্ষে বানিয়ে ফেললেন মায়ের মূর্তি৷ মায়ের প্রতি এই শিল্পীর এমন উদ্যোগ সত্যিই গর্ব করার মতো৷ সোশ্যাল মিডিয়াতে সেই মূর্তির ছবিই এখন অনেকের টাইমলাইনে ঘোরাঘুরি করছে। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ভাস্কর্যটি৷ কাঠের এই ভাস্কর্যটি সারা দুনিয়ার মানুষের চোখে এক ফোঁটা অশ্রু এনে দিয়েছে। 

প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক

No comments