সম্পর্কের বাঁধনে দুটো সময়ের গল্প হলো প্রজাপতি
টাইম মেশিন নিয়ে একটি অন্য ঘরানার ছবি। যে ছবিতে উঠে এসেছে সমকামীতার গল্প। ছবির নাম 'প্রজাপতি'। আজ আমরা রিভিউ করতে চলেছি এই শর্টফিল্মটির।
'প্রজাপতি' এই নামটির মধ্যেই রয়েছে সম্পর্কের গন্ধ। দুই মেয়ের গভীর বন্ধুত্ব। যারা আজীবন নিজেদের সাথে থাকতে চায়। এমনই দুটি মেয়ে গঙ্গা ও অহল্যা। যারা বাড়ির বাইরে একটি নির্দিষ্ট জায়গাতে বসে দিনের বেশিরভাগ সময় অতিক্রম করে। কিন্তু হঠাৎ করে এক দমকা ঝড়ো হাওয়াতে সব বদলে যায়। গঙ্গা ও অহল্যাকে আমাদের সমাজ আলাদা করে দেয়। তারপর বহু বছর পর আবারো তাদের দেখা হয়। কিন্তু তাদের তখন তিনকাল গিয়ে এককালে ঠেকে গেছে। এরপর বাকীটা আর না বললেও চলে। ওটা আপনাদের ছবিটি দেখে বুঝে নিতে হবে।
ছবিতে ব্যবহৃত হয়েছে দুটো লেয়ার। যে দুটো লেয়ার দুটো সময়ের কথা বলে। একটি ১৯৪৭ সাল ও অপরটি ২০১৮ সাল। ১৯৪৭ এর গল্পতে অভিনয় করেছেন অনুষা বিশ্বনাথন ও কৌশিকি চক্রবর্তী এবং ২০১৮ এর গল্প তে অভিনয় করেছেন তপতি মুনষী এবং মঞ্জুলা পোল্লে। এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ফিরোজ শাহ, শ্যামল দে, রত্না দে। এই ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অরুণাভ দে। ছবির প্রযোজনায় কাহিনি ওয়ার্ল্ডস। জয়িতা রায় নিবেদিত প্রজাপতির দৈর্ঘ্য ১৭ মিনিট। ছবিতে চিত্রগ্রাহকের কাজ করেছেন সুশোভন চক্রবর্তী। ছবির সম্পাদনা ও কালার করেছেন ফিরোজ শাহ৷ আবহ সংগীতের কাজ করেছেন কুন্তল মিত্র। ছবির সহকারী চিত্র পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী, শুভার্থী বিশ্বাস, রাজেশ বিশ্বাস ও বিক্রম শিখর রায়। ছবির প্রচার শিল্প অঙ্কন করেছেন শুভম দত্ত। ছবির লুক ডিজাইন করেছেন অনুপ সরকার৷ এ ছবির ক্রিয়েটিভ পরিচালক তাপস চক্রবর্তী।
এ ছবির গল্প একটি সাধারণ ঘটনা নিয়ে কিন্তু ছবির কনসেপ্ট এককথায় অসাধারণ। সমকামীতা যে অপরাধ নয় এটাই ছবির মূল প্রতিপাদ্য বিষয়। ২০১৮ সালের ৬ ই সেপ্টেম্বর ভারতের সুপ্রিমকোর্ট সমকামীতাকে বৈধ বলে ঘোষণা দেয়। এ ছবির মাধ্যমে সেই বার্তাকেই তুলে ধরা হয়েছে।
ছবির গল্প, কনসেপ্টের কথা হলো। এবার কথা বলা যাক অভিনয় ও সম্পাদনা নিয়ে। ছবিতে সবার সাবলীল অভিনয় বেশ মুগ্ধ করে। সকল অভিনেতা ও অভিনেত্রীর মুখের এক্সেপ্রেশন দূর্দান্ত। অভিনয়ের পাশাপাশি ফ্রেম টু ফ্রেম ছবির সম্পাদনা দেখার মতো। ছবিটির প্রতিটি বিষয় একদম নিঁখুত ভাবে করা হয়েছে। যারা নতুন ভাবনার ওপর ছবি দেখেন তাদের জন্য একদম উপযুক্ত ছবি হলো 'প্রজাপতি'। সম্প্রতি ছবিটি মুক্তি পেয়েছে ইউটিউবে ৷
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment