Header Ads

করোনায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াল ফ্রেন্ডস ইন নিড ও কয়েকজন বৃহন্নলা


মানুষের মায়াতে ভরা এ পৃথিবী কতোই না রঙ্গে ভরা। এ বিশ্বে প্রতিটি মানুষ সমান। তবু আজও সমাজের চাপা অন্ধকার গ্রাস করে কোনো এক বিশেষ শ্রেণিকে। পৃথিবীতে সবথেকে বঞ্চিত শ্রেণি হলো বৃহন্নলা। যাদের সকলে হিজড়া বলেই জানে৷ তাদের জীবনটা খুব একটা সুখের হয়না। জীবনের প্রতি পদে পদে তাদের অপমানিত হতে হয়। তারা রেলস্টেশন, ট্রেন, বাসস্ট্যান্ড ও রাস্তায় ঘুরে ঘুরে অর্থ উপার্জন করে দু'মুঠো খাদ্যের জন্য। তারা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জাতি৷ যাদের উন্নতির কথা সরকার থেকে শুরু করে হাজারো বেসরকারি সংগঠন কেউ চিন্তা করেনা। শিক্ষা-দীক্ষা, চাকরি-পুঁজি প্রতিটি জায়গাতে এরা অবহেলিত। এদের প্রতিটি জায়গাতে সইতে হয় নিন্দা ও টিটকিরি। তবুও এরা বাঁচে নিজেদের মতো করে এ পৃথিবীতে। 


অনেকেই বলে বৃহন্নলারা নাকি মানুষ নয়। তাদের নাকি বড় মন নেই। যে কথা একদমই ভুল। তারাও কিন্তু আমাদের মতো রক্ত-মাংসের মানুষ। কাজেই সমাজের প্রতিটি মানুষের উচিৎ তাদের কথাও একবার চিন্তা করা। করোনার ভয়াবহ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে এক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিলো তৃতীয় লিঙ্গ অর্থাৎ বৃহন্নলারা। ফালকাটার অন্তর্গত সুভাষপল্লীর ফ্রেন্ডস ইন নিড স্বেচ্ছাসেবী সংস্থা ও কয়েকজন বৃহন্নলা সেখানকার প্রায় পঞ্চাশটি দরিদ্র পরিবারের হাতে তুলে দেন চাল, ডাল ও তেল। তাদের এই সহায়তার ফলে সেখানকার ঐ দরিদ্র পরিবারগুলোর মুখে ফুটেছে হাসির বন্যা। 

করোনার যুদ্ধোত্তর সময়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এক অচেনা পৃথিবীর বুকে। যে পৃথিবী হলো মানবতার পৃথিবী। যে পৃথিবীর বুকে দাঁড়িয়ে সকল মানুষ মানুষের জন্য কাজ করছে। যে পৃথিবীতে নেই কোনো লিঙ্গবৈষম্য, অন্ধ রাজনীতি, ধর্মীয় ভেদাভেদ ও হানাহানি৷ করোনা যেমন আমাদের জীবন কেড়ে নিতে এসেছে তেমনই আবার আমাদের একসূত্রে আবদ্ধ করে রেখেছে। করোনার বিরুদ্ধে লড়তে হলে সমাজের প্রতিটি শ্রেণিকে সমান তালে কাজ করতে হবে। আজ যদি মানুষ না মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমাদের পৃথিবীতে নেমে আসবে মানবিক বিপর্যয়। আমাদেরকে লুপ্ত হওয়ার দিকে এগিয়ে যেতে হবে। 



ফ্রেন্ডস ইন নিড স্বেচ্ছাসেবী সংস্থা যাদের প্রতিষ্ঠা খুব বেশিদিন হয়নি৷ অথচ রাজ্যবাসীর কল্যাণের জন্য তারা একটার পর একটা মানবিক পদক্ষেপ নিয়ে চলেছে। বৃহন্নলাদের সাথে যৌথভাবে কাজ করে সকল মানুষকে তারা নতুন দিশা দেখিয়েছে। এভাবেই বেঁচে থাক বাংলার বুকে প্রতিটি মহান কর্মকাণ্ড। জয় হোক মানবিকতার। 

প্রতিবেদন- সুমিত দে

No comments