Header Ads

কেরালায় আটকে পড়া বাঙালিদের জন্য বাংলা ভাষায় খোলা হল হেল্পলাইন


করোনার ভয়াবহ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি একজোট হয়ে কাজ করছে কেরালা ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলিও। সকলেই একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। মানুষ যে মানুষের জন্য, এ কথার সত্যতার প্রমাণ মিলছে এখন।  একটি রোগের বিরুদ্ধে লড়তে হলে মানুষের মধ্যে একতা কতটা প্রয়োজন তা করোনা আমাদের শেখাচ্ছে। প্রতিটি যুগই মানবজাতিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে। একতাই হলো বল। একতা ছাড়া বেঁচে থাকা যথেষ্ট কঠিন এ পৃথিবীতে।

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মানুষদের সুবিধার্থে বাংলাতে বিশেষ পরিষেবা জারি রাখলো কেরালা রাজ্য সরকার। কেরালার শ্রম এবং নৈপুণ্য বিভাগ পাশে দাঁড়াল বাঙালি শ্রমিকদের। কোনো বাঙালি শ্রমিক যদি বিপদে পড়েন তাহলে কেরালা রাজ্য সরকার বিশেষভাবে সহায়তা করবে। একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বাঙালি শ্রমিকদের সাহায্যের আশ্বাস দিয়েছে কেরালা রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তিতে কেরালার সমস্ত জেলা ভিত্তিক ফোন নাম্বার দেওয়া হয়েছে। তাছাড়াও ট্রোল ফ্রী নাম্বারও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে করে উপকৃত হয়েছেন কেরালাতে কর্মসূত্রে যাওয়া বাঙালি শ্রমিকরা। 

পশ্চিমবঙ্গে ট্রেন, সিমকার্ড, স্টেশন ও অন্যান্য অনেকে ক্ষেত্রে বাংলা ভাষাতে পরিষেবা পাওয়া যায়না। বাংলাতে পরিষেবা পেতে হলে পশ্চিমবঙ্গের বাঙালিকে গণআন্দোলন করতে হয়। অথচ কেরালার মতো একটি রাজ্য যারা মাতৃভাষার গুরুত্ব বোঝে তারা আজকে বাঙালির জন্য বাংলাতে পরিষেবার ব্যবস্থা করলো। কেরালা রাজ্য সরকার বাংলাতে বিজ্ঞপ্তির মাধ্যমে একদিকে যেমন বাঙালি শ্রমিকদের সুবিধা প্রদান করলো অন্যদিকে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করলো৷ এ কাজের জন্য কেরালা ও পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে গড়ে উঠতে পারে বিশেষ ভাতৃত্ববোধ। 

প্রতিবেদন- সুমিত দে

No comments