Header Ads

করোনাকে তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করে গান বাঁধলেন আকিব হায়াত


মানুষে মানুষে হানাহানি। ধর্মের জিগির তুলে মানুষ-মানুষে রক্তের লড়াই। ভাই-ভাইয়ে যুদ্ধ। অন্ধ রাজনীতির দামামা৷ সন্ত্রাসবাদের বিষবাষ্প কুরে কুরে খাচ্ছে এ পৃথিবীর বুকে মানবজাতিকে। নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা। নিরীহ নারীর ওপর অকথ্য নির্যাতন। টাকার লোভে মানুষ খুন। আরো কত শত অশালীন ঘটনা পৃথিবীর বুকে প্রত্যহ শিরোনাম হয়ে দেখা দিচ্ছে খবরের পাতায়। তারই মাঝে ভাইরাসের আক্রমণে মানুষের মৃত্যুমিছিল। 



করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন মানবজাতি। কোনো ধর্ম, মন্দির, মসজিদ, গীর্জা যেখানে মানুষ ঐক্যবদ্ধ  করতে পারেনি। সেখানে একটা ভাইরাস মানুষকে ঐক্যবদ্ধ করে তুলেছে। আমরা সকল মানুষ রোগ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছি। মন্দির, মসজিদ, গীর্জা জনহীন। যে শহরগুলো মানুষের ভিড়ে গমগম করতো সেই রাস্তাও আজ ফাঁকা। সারা পৃথিবীর মানুষ গৃহবন্দী। চতুর্দিকে বন্ধ  রাজনীতির খেলা। বন্ধ মানুষের কালোবাজারি। ধর্ম ভুলে মানুষ রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ছে। মন্দির, মসজিদ, গীর্জা হাজার হাজার বছর ধরে মানুষকে এক করতে পারেনি কিন্তু ভাবার বিষয় হলো একটা ভাইরাস মানুষকে এক করে দিল।

প্রকৃতির দিকে তাকালে দেখা যায় আজকে দূষণ নেই। যে শহরের আকাশ ঢেকে থাকতো দূষিত ধোঁয়াতে সেখানে উঁকি মারছে নীল আকাশ। মেরুপ্রদেশে বন্ধ হয়েছে অযথা বরফ গলা। অরণ্যের প্রাণীরা প্রাণভরে পৃথিবীর মায়া উপভোগ করছে। তবুও একজন ভাবুক মানুষের কাছে প্রশ্ন উঠতেই পারে মানুষ কী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? সদ্য এমনই কিছু ভাবানা চিন্তা ঘুরপাক খেল ইনডিপেনডেন্ট সিঙ্গার আকিব হায়াতের। 

আকিব হায়াত তার ফেসবুক প্রোফাইলে আপলোড করেছেন নিজের লেখা নতুন একটি গান। যে গানের নাম তিনি দিয়েছেন 'তৃতীয় বিশ্বযুদ্ধ'। গানের প্রথম দুই লাইনই গায়ে কাঁটা দেয়। "চোখগুলো ক্লান্তি মেখে রয়। এখনও শেষ আলো নেভেনি।" বর্তমান করোনার যুদ্ধোত্তর পরিবেশে যথেষ্ট উপযুক্ত গান হলো 'তৃতীয় বিশ্বযুদ্ধ'। গানটির সুর যে-কোনো মানুষের নজর কাড়তে পারে৷ এই গান বারবার সমগ্র  মানবজাতিকে প্রশ্নবাণে বিদ্ধ করতে পারে।

'তৃতীয় বিশ্বযুদ্ধ গানটির প্রসঙ্গে লিটারেসি প্যারাডাইসকে আকিব হায়াত বলেন "আমরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকালে দেখতে পাই তাতে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর অর্থের ক্ষয়ক্ষতি হয়েছিল ও সোশ্যাল প্রবলেম অনেক বেড়ে গিয়েছিল। অর্থনীতি একদম তলানিতে চলে গিয়েছিল। এতে প্রচুর দেশ এফেক্টেড হয়েছিল৷ কিন্তু করোনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিরিখে অনেকটাই বেশি। তাহলে নিজের মতো করে দেখতে হলে এটা তো তৃতীয় বিশ্বযুদ্ধই। বিশ্বযুদ্ধ মানেই যে কেবল সৈন্যবাহিনী নিয়ে কোনো পার্টিকুলার জায়গা দখলের লড়াই তা একেবারের নয়। আমার মনে হয়েছে যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ। তাই আমি সেটা গানের মাধ্যমে সকল মানুষের কাছে তুলে ধরেছি। এই তৃতীয় বিশ্বযুদ্ধের সৈনিক কিন্তু আমরা সকল মানুষ। এটা আমাদেরই লড়াই। এই লড়াইতে আমাদেরকেই জিততে হবে। গানের প্রথমদিকে যে লাইনগুলো আছে যেমন 'চোখগুলো ক্লান্তি মেখে রয়', যেটা ডাক্তারদের উদ্দেশ্যে বলেছি যারা নিরলস পরিশ্রম করে এই লড়াইতে মানুষকে জেতানোর চেষ্টা করছে ৷ সেরকম ভাবেই গানের আইডিয়াটা মাথায় আসে৷" 

পুরো গানটি শুনতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করুন।

https://m.facebook.com/story.php?story_fbid=2845210728897237&id=100002250140772

প্রতিবেদন- সুমিত দে

No comments