করোনা প্রতিরোধে এগিয়ে এলো পাবলিশার্স অ্যান্ড বুক গিল্ড। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিলো দশ লক্ষ টাকা
বাঙালির পাশে বাঙালিই তো দাঁড়াবে। করোনার ভয়াবহ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর তত্বাবধানে খোলা হয়েছে জরুরী ত্রাণ তহবিল। যেখানে বিভিন্ন মানুষ এগিয়ে এসেছেন। কেউ মোটা টাকা, কেউ অর্থ যেভাবেই হোক রাজ্যের মানুষের বিপদে হাত বাড়িয়ে দিচ্ছেন।চারিদিক থেকে মানুষের সহায়তায় ভরে উঠছে মুখ্যমন্ত্রীর জরুরী ত্রাণ তহবিল। এমন চিত্র এর আগে দেখা যায়নি।
কথায় আছে মানুষ যে মানুষের জন্য। করোনা হলো এমন একটি প্রাণঘাতী ভাইরাস যা সহজেই ধ্বংস করে দিতে পারে মানবজাতিকে। কাজেই মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সম্ভব নয় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এবার জনকল্যাণে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।
রাজ্য সরকার আপদকালীন সময়ে পরিশ্রম করে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাদের যথাসম্ভব সহায়তায় প্রধান ভূমিকা পালন করলেন গিল্ড সদস্যরা। প্রায় দশ লক্ষ টাকা অনুদান দিয়ে করোনা মোকাবিলাতে সরকারকে সাহায্য করলেন তাঁরা। পাবলিশার্স অ্যান্ড বুক গিল্ডের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের অনেক মানুষ।
গত ২৭ শে মার্চ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ লক্ষ অনুদান দিয়ে করোনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর লড়াইকে স্বাগত জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক গিল্ড। এমনকি মুখ্যমন্ত্রীকে এ লড়াইতে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানিয়ে সুস্থতা কামনা করেছেন গিল্ডের সদস্যরা।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment