Header Ads

সেই ছেলেটা- ডাইরেক্টরস অ্যাঙ্গেল


একটি বাচ্চা ছেলের কাছে যখন নির্বিকার হয়ে যায় আজকের আধুনিক যোগাযোগ ব্যবস্থা। পরিচালক দেব গোপাল মন্ডলের নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি 'সেই ছেলেটা'। এই ছবিটি প্রযোজনা করেছেন মুর সালেম। এই ছবিতে উঠে এসেছে একটি বাচ্চা ছেলের গ্রাম থেকে শহরে এসে জীবনকে অন্য চোখে দেখার গল্প। আজকের যুগ গ্লোবালাইজেশনের। যেখানে মোবাইলে একটা বোতাম টিপলেই বাড়িতে হোম ডেলিভারিতে খাবার চলে আসে। একটা অ্যাপের মাধ্যমে পুরো দুনিয়া আজ হাতের মুঠোয় চলে আসে। 



'সেই ছেলেটা' ছবি নিয়ে আমরা বানিয়েছি ডাইরেক্টরস অ্যাঙ্গেল। লিটারেসি প্যারাডাইস ইউটিউব চ্যানেলে আমরা শুরু করেছি বিভিন্ন বাংলা ছবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকদের কথা নিয়ে বিশেষ অনুষ্ঠান ডাইরেক্টরস অ্যাঙ্গেল। এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা আলোচনা করেছি 'সেই ছেলেটা' ছবি নিয়ে। ভিডিওটি দেখার জন্য নীচের লিঙ্কটি ক্লিক করুন। 

                                    
প্রতিবেদন- সুমিত দে

No comments