Header Ads

নেট দুনিয়ায় চর্চা সানাকে নিয়ে। সিএবির বিরুদ্ধে এবার মুখ খুললেন সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায়



সিএবি নিয়ে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। পুরো দেশজুড়ে আগুন জ্বলছে সিএবি নিয়ে। মানুষ এখন ধর্ম ছেড়ে দুমুঠো ভাত আর বাসস্থানের জন্য লড়াই করছে ভারতবর্ষে। নাগরিকত্ব বাঁচানোর জন্য অস্তিত্বের সংগ্রামে রাস্তায় নামছে সকল ধর্মের মানুষ। স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-অধ্যাপক, সাধারণ খেঁটে খাওয়া মানুষ, আইপিএস অফিসার, কবি-সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্বরা সকলেই মুখ খুলছেন সিএবির বিরুদ্ধে প্রতিবাদকে চরম সীমায় পৌঁছে দিতে। 


ভারতবর্ষ হলো গণতান্ত্রিক-সার্বভৌম-ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। যেখানে সব ধর্মের মানুষ সমান। সকলের সমানভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে এ দেশে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতে ধর্মের জিগির তুলে বিভিন্ন রাজনৈতিক শক্তি ভাগাভাগি বা বিভাজন বাটোয়ারার মাধ্যমে মজবুত রাখছে ভোটব্যাঙ্ক। এতোদিন পুরো দেশ নিরব থাকলেও এবার মোহভঙ্গ হচ্ছে সকল ভারতবাসীর। দেশের কালো অন্ধকার সরিয়ে ভারতের মানুষ ভালো দিনের অপেক্ষায় দিন কাটালেও সেই দিন কিছুতেই ফিরে আসছে না৷ 
       
কেন্দ্র সরকারের অসাংবিধানিক বিল সিএবির বিরুদ্ধে এবার মুখ খুললেন সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায়। জনপ্রিয় পাঞ্জাবি লেখক খুশবন্ত সিংহের লেখা 'দ্য এন্ড অফ ইন্ডিয়া' বইটির একটি উদ্ধৃতি তিনি টুইট করে দেশবাসীকে জানালেন। কেন্দ্র সরকারকে ফ্যাসিস্ট শক্তির সাথে তুলে ধরে তিনি উগরে দিলেন তার মনের মধ্যে জমে থাকা সকল ক্ষোভ। তিনি লিখলেন 'মোদি সরকারের আমলে আমরা কেউ নিরাপদ নই। মুসলিমদের পর আক্রান্ত হবে হিন্দুরাও। প্রতিটি ফ্যাসিস্ট শক্তিই নির্দিষ্ট একটি জাতিকে লক্ষ্য করে তাদের মনে ভয়ের সঞ্চার ঘটায়। এটি একটি জাতি বা সংগঠন দিয়ে শুরু হলেও এখানেই থেমে থাকে না। আজকে যারা মনে করছেন আমরা এ দেশের হিন্দু তো আমাদের আবার বিপদ কী? যত সমস্যা তো মুসলিমদের নিয়ে। তাদেরও বিপদ ঘনিয়ে আসবে৷ ভাববেন না আপনি বেঁচে গিয়েছেন। সঙ্ঘপরিবার ইতিমধ্যেই বাম মনস্ক ইতিহাসবিদদের ওপর নজর রাখছে। এরপর হয়তো যে সব মেয়েরা স্কার্ট পরে তাদের উপর ওদের ঘৃণা আছড়ে পড়বে। যারা মাংস খায়, যারা মদ্যপান করে তাদের সবাইকে টার্গেট করা হবে।'    
    
ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের এমন প্রতিবাদী টুইট দেখে মুগ্ধ অনেকেই। যুক্তিযুক্ত কারণ দেখিয়ে তিনি সিএবির তথা কেন্দ্র সরকারের বিরুদ্ধে টুইট করেছেন। এই টুইটের পর থেকেই নেট দুনিয়াতে তাকে নিয়ে চর্চা চলছে জোরকদমে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ শেয়ার করেছে তার লেখা টুইটটি।  

প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক

No comments