Header Ads

অন্যকিছুর জন্য আন্দোলন না হোক, অন্তত বাংলা ভাষার জন্য আন্দোলন হোক- রূপম ইসলাম



বাংলা ভাষার সচেতনতা বৃদ্ধির আওয়াজ তুললেন রূপম ইসলাম। গত ২৪ শে ডিসেম্বর একটি কনসার্টে দর্শকদের উদ্দেশ্যে বাংলা ভাষা রক্ষার কথা তিনি বলেন। কলকাতার উত্তরপাড়াতে রাজা পেয়ারি মোহন কলেজে অনুষ্ঠিত হয় এই কনসার্টটি। রূপম ইসলামের গান শোনার জন্য ভিড় করেন হাজার হাজার মানুষ। যেন জনসমুদ্র আছড়ে পড়ে রাজা পেয়ারি মোহন কলেজের মাঠে। দর্শকদের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল প্রবল উত্তেজনা। বাংলা রক প্রজন্মের কথা ভেবে অনেক মানুষ ভিড় জমিয়েছিলেন সেদিন। 



গানে-গানে ও আলোকসজ্জায় মেতে উঠেছে প্রতিটি প্রহর। মানুষের শিরায় শিরায় জেগে উঠছে বাংলা ব্যান্ডের গান। যে গানগুলোর সাথে লুকিয়ে আছে শৈশব ও আরো অনেক না বলা কথা, গল্পকাহিনী। বেশ জমে উঠেছে রক সন্ধ্যা। রূপম ইসলামের গানের তালে তালে ঠোঁট মেলাতে ব্যস্ত হয়ে উঠেছে আমজনতা। এভাবে বাংলা রক প্রজন্ম তার ক্ষমতা প্রদর্শন করছে মহানগরের মাটিতে। জনবিন্যাসের সাথে বাঙালির চিত্র বদলালেও বাংলা গান আজও অনেক বেশি জনপ্রিয় তারই প্রমাণ দিচ্ছিল সেদিনের অনুষ্ঠান। যদিও রূপম ইসলামের বেশিরভাগ কনসার্টেই জনসমাগম চোখে পড়ার মতোই থাকে। 

গানের মধ্যে একটা আলাদা পরিবেশ সবে তৈরি হয়েছে। রূপম ইসলাম বাঙালিদের সচেতনতার বার্তা দিতে দর্শকদের সামনে কিছুটা এগিয়ে মাইক হাতে শুরু করলেন তার নিজস্ব বক্তব্য। একটার পর একটা যুক্তি দিয়ে তিনি ব্যক্ত করতে লাগলেন সচেতনতার বার্তা। তিনি দর্শকদের বোঝালেন যে " কোনো কিছুর জন্য আন্দোলন না হোক, অন্তত বাংলা ভাষার জন্য একটা আন্দোলন হোক'। এই কথা শুনে দর্শকদের হাততালি ও উন্মাদনায় কেঁপে উঠলো উত্তরপাড়ার মাটি । 

সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তার বক্তব্য। অজস্র মানুষ তার বক্তব্য শেয়ার করে সচেতনার বার্তা আরো বেশি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তিনি বলেন - "রাজা পেয়ারি মোহন এই নামটার মধ্যেই কেমন যেন একটা কনফিউশান রয়েছে। মানে বিভিন্ন লোক বিভিন্ন উচ্চারণ করে। আমার মনে হয়, প এ কার, য় আকার, র এ ই টা বাদ দিয়ে প এ ফলা আকার, র এ ই করে দেওয়া উচিত ঠিক যেমন প্যারিচাঁদ সেরকমই রাজা প্যারি মোহন করতে হবে। কাজেই পেয়ারি মোহন ইত্যাদি সব দয়া করে বলবেন না৷ কারণ বাংলা ভাষাটা আমাদের। বাংলা ভাষা কেমন হবে বা বাংলা বানান কেমন হবে তা ঠিক করার দায়িত্ব বাঙালিকেই নিতে হবে। বাংলা ভাষাকে নষ্ট করার মতো লোকের অভাব নেই। বাংলা ভাষার শ্রাদ্ধ করবার জন্য অনেক লোক ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছে। যাদের বাংলা ভাষার জন্য একটুও মায়া-মমতা রয়েছে তারা এগিয়ে আসার জন্য তৈরি হোন।" 

প্রতিবেদন- সুমিত দে

2 comments:

  1. আমরা বাংগালী তাই আমরা এক।
    পূর্ব-পশ্চিমের একই ঠিকানা
    গঙ্গা-মেঘনা-যমুনা।
    জয় বাংলা মানেই জয় পূর্ব ও পশ্চিমবাংলা।

    ReplyDelete