Header Ads

বাংলা ছবিতে ব্যবহৃত সেরা পাঁচটি প্রস্থেটিক মেকআপ


হলিউড ছবিতে আমরা দূর্দান্ত সব প্রস্থেটিক মেকআপের কাজ দেখতে পায়। বর্তমানে টলিউডেও প্রস্থেটিক মেক আপ নিয়ে কাজ চলছে। বলতে গেলে টলিউডও পিছিয়ে নেয় প্রস্থেটিক মেক আপের কাজে। একনজরে দেখে নেওয়া যাক বাংলা ছবির সেরা দশটি প্রস্থেটিক মেক আপের কাজ। 


১.গুমনামী- পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেন নেতাজী সুভাষচন্দ্র বসুর চরিত্রে। এই চরিত্রের জন্য ঘন্টার পর ঘন্টা প্রস্থেটিক মেক আপ ব্যবহার করে সুভাষচন্দ্র বসু সাজানো হয় তাঁকে। যা বাংলার ছবির কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল৷ 

২.বিদায় ব্যোমকেশ- পরিচালক দেবালয় ভট্টাচার্যের স্বতন্ত্র ভাবনা নিয়ে নির্মিত এই ছবিতে অভিনেতা আবির চ্যাটার্জিকে বৃদ্ধ ব্যোমকেশ সাজানোর জন্য ব্যবহার করা হয় প্রস্থেটিক মেক আপ। অত্যন্ত নিখুঁত করা হয় মেক আপের কাজটি। মেক আপ শেষ হওয়ার পর মনেই হয়নি যে ওনাকে বৃদ্ধ সাজানো হয়েছে।  

৩.ভিঞ্জিদা- পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবির মূল বিষয় ছিল প্রস্থেটিক মেক আপ। কীভাবে প্রস্থেটিক মেক আপ করা হয় সেটাও দেখানো হয়েছে ছবিতে। একজন মানুষকে অন্য একজন মানুষের রূপ দিতে প্রস্থেটিক মেক আপ করা হয় ছবির দৃশ্যে। প্রস্থেটিক মেক আপের সাহায্যে অপরাধীকে ফাঁসিয়ে তার বিচার করে বড়ো বিচারক হওয়ার জন্য একজন লোক ক্রমাগত কাজ করে যেত। এটাই দেখানো হয়েছিল ছবিতে। গল্প বাদেও ছবির প্রধান শ্যুটিং এ একটি দৃশ্যের জন্য অভিনেতা রুদ্রনীল ঘোষ ও অভিনেত্রী সোহিনী সরকারকে বৃদ্ধ ও বৃদ্ধা সাজানো হয় ছবিতে।  

৪.এক যে ছিল রাজা- পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিতেও ব্যবহৃত হয় প্রস্থেটিক মেক আপ। অভিনেতা যীশু সেনগুপ্তকে রাজা মহেন্দ্র চৌধুরীর রূপ দিতে ও একটি বিশেষ দৃশ্যে সন্ন্যাসীর রূপ দিতে একেবারে যত্ন সহকারে দূর্দান্ত ভাবে প্রস্থেটিক মেক আপের ব্যবহার হয়। 

৫.গুডনাইট সিটি- পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে বেশ কিছু দৃশ্যের অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে বড়ো চুলযুক্ত দাড়িওয়ালা বৃদ্ধ এক পাগলের লুকে দেখা গিয়েছিল। এই চরিত্রটির জন্য যে প্রস্থেটিক মেক আপ ব্যবহৃত হয় তা এককথায় প্রশংসনীয়। 

বলে রাখা ভালো যে কৌশিক গাঙ্গুলি পরিচালক ছবি 'ধূমকেতু' মুক্তির জন্য অনেক দিন ধরে আটকে আছে। এই ছবিতে অভিনেতা দেবকে প্রস্থেটিক মেক আপ ব্যবহার করে বৃদ্ধ সাজানো হয়েছে। যা দেখলে আপনি চিনতে নাও পারেন ঐ অভিনেতাকে৷ 

প্রতিবেদন- সুমিত দে

No comments