Header Ads

কেনিয়াতে রাত্রিবেলায় ৯ টি সিংহের ছবি তুলে বিশ্বজয় এক বাঙালির


কেনিয়ার প্রাকৃতিক দৃশ্য ও বন্যপ্রাণী সংরক্ষণের এক অনন্য উদাহরণ হলো অলকিরিমাটিয়ান। বিশ্বের জনপ্রিয় সাফারিগুলির মধ্যে একটি হলো কেনিয়ার অলকিরিমাটিয়ান। এখানেই রাতের অন্ধকারে নয়টি সিংহের ছবি তুলে গত ৮ ই অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত গ্লোবাল বিগ ক্যাট ফটোগ্রাফি ২০২৫  প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বিখ্যাত বাঙালি ফটোগ্রাফার রাজর্ষি ব্যানার্জী। 



বন্যপ্রাণী চিত্রগ্রহণের জন্য পরিচিত নাম হলো রাজর্ষি ব্যানার্জী। যিনি ক্যামেরাতে চোখ রেখে একের এক এক দুর্ধর্ষ বন্যপ্রাণীর ছবি তুলে একাধিক আন্তর্জাতিক সম্মান লাভ করেছেন তিনি। ফটোগ্রাফির নেশায় তিনি ছুটে চলেন আসমুদ্র হিমাচল থেকে আন্টার্কটিকা। তিনি দেশে-বিদেশে দুই দশক ধরে ফটোগ্রাফির কাজ করে চলেছেন। বিশেষত তিনি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর চিত্র গ্রহণ করে থাকেন। দেশের বিভিন্ন প্রান্ত ও দেশের বাইরে যেমন আমেরিকা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, আলাস্কা, তানজানিয়া, নরওয়ে ও আন্টার্কটিকাতে ফটোগ্রাফির কাজ করেছেন তিনি।

তাঁর হাতে তোলা ছবি ব্রিটিশ কাউন্সিলে প্রদর্শিত হয়েছে। ফটোগ্রাফির জন্য তিনি অর্জন করেছেন সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস, ড্রোন ফটো অ্যাওয়ার্ডস, ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ও গোল্ডেন টার্টেল অ্যাওয়ার্ডসের মতো তাবড় তাবড় পুরস্কার। আর এবার তিনি জিতে নিলেন গ্লোবাল বিগ ক্যাট ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস। 

কেনিয়ার অলকিরিমাটিয়ানের একটি জলাশয়ে নয়টি সিংহ একসাথে জল পান করছিল। এই রোমহষর্ক দৃশ্যটি ক্যামেরায় ফ্রেমবন্দী করার জন্য বেশ কয়েকটি রাত অপেক্ষা করতে হয় রাজর্ষি বাবুকে। হঠাৎ একদিন রাতে নয়টি সিংহ দল বেঁধে জলাশয়ে জল খেতে আসে। এই দৃশ্যটি দেখামাত্র রাজর্ষি বাবু আনন্দে আত্মহারা হয়ে ছবিটি অত্যন্ত যত্ন সহকারে ফ্রেমবন্দী করেন। এই দুর্ধর্ষ ছবির জন্য এতোবড়ো পুরস্কার পেলেন তিনি। যা বাঙালির জন্য এক গর্বের বিষয়। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments