Header Ads

সাক্ষাৎকারে উঠে এলো 'মানকিমাইন্ড' ব্যান্ডের জার্নি ও তাদের প্রজেক্ট নিয়ে নানান কথা


বর্তমান সময়ের একটি নতুন ব্যান্ড হলো 'মানকিমাইন্ড', তাদের ব্যান্ড তৈরির জার্নি ও আপকামিং প্রজেক্ট নিয়ে লিটারেসি প্যারাডাইসের সাথে সাক্ষাৎকারে উঠে এলো নানান কথা।  


লিটারেসি প্যারাডাইস:- আপনাদের মানকিমাইন্ড একটা নতুন ব্যান্ড। যার জন্ম দিতে পেরে আপনাদের কেমন লাগছে? 

মানকিমাইন্ড:- খুবই ভালো লাগছে। আমরা নতুন সাউণ্ডের ওপর কাজ করছি। আমরা হিপহপ আর রক দুটোকে মিশিয়ে কাজ করছি। কিছু কিছু গান আমাদের খানিকটা মেটাল হিসেবেও রয়েছে। নতুন টেকনো সাউণ্ড নিয়ে কাজ করতে আমাদের খুবই ভালো লাগছে। আমরা মূলত বলিউডের গানগুলোকে নতুন ভাবে রিপ্রেজেন্ট করে এ আর রহমানকে ট্রিবিউট করি। 

লিটারেসি প্যারাডাইস:- আপনাদের ব্যান্ড তৈরির ইতিহাসটা একটু বলুন?

মানকিমাইন্ড:- আমরা নতুন গানবাজনা করার অনেকটা বছর পরেই ভেবেছিলাম যে একটা ব্যান্ড হবে যেখানে আমরা একটা নির্ভেজ মিউজিক করবো মানে ঐ অনেকটা লিঙ্কিং পার্কের মতো। আমরা লিঙ্কিং পার্ক থেকে অনেক বেশি অনুপ্রাণিত। লিঙ্কিং পার্ক টাইপের কিছু গানবাজনা করার একটা চিন্তাভাবনা ছিল সেক্ষেত্রে আমরা আশুতোষ কলেজে একটা কম্পিটিশনে গিয়েছিলাম। এখন আমাদের যারা ব্যান্ড মেম্বার রয়েছে তাদের সাথে আশুতোষ কলেজে আমাদের পরিচয় হয়৷ সবার সাথে কথাবার্তা বলে বোঝা গেল যে সবার মিউজিকের টেস্ট কিন্তু একইরকম আর সবারই মিউজিকের প্রতি ভাইবটা কম-বেশি ম্যাচ করছে। সেখান থেকে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম যে একটা ব্যান্ড করতে পারি যেটা লিঙ্কিং পার্ক ট্রিবিউট ব্যান্ড হবে। আমরা এখানে Rap রক নিয়ে কাজ করবো। এভাবেই ব্যান্ডের জার্নিটা হয়েছিল আমাদের আশুতোষ কলেজ থেকেই। 

লিটারেসি প্যারাডাইস:- আপনারা প্রধানত কী ধরনের বিষয়ের ওপর গান বানাতে পছন্দ করেন? 

মানকিমাইন্ড:- সামাজিক সমস্যার ওপর গান বানাই আমরা। কিছু মোটিভেশনাল গানও বানাই আমরা। আর প্রেম বা ভালোবাসা সম্পর্কিত গান তো আছেই সেটা আলাদা করে না বললেও চলে। এককথায় বলতে গেলে আমরা সামাজিক সমস্যাটাকেই বেশি ফোকাস করি। 

লিটারেসি প্যারাডাইস:- আগামীদিনে আপনাদের কী কী প্রজেক্ট আসতে চলেছে?  

মানকিমাইন্ড:- আগামীদিনে আমাদের একটি বলিউড কভার অ্যালবাম আসবে আর আমাদের নিজেদের ব্যান্ডের একটি অরিজিনাল হিন্দি অ্যালবাম আসবে। আমরা এই বছরের মধ্যেই সেগুলো রিলিজ করার টার্গেট নিয়েছি। 

লিটারেসি প্যারাডাইস:- বর্তমান সময়ে বাংলা ব্যান্ড তৈরি করতে গেলে প্রথম দিকে কোন কোন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে আপনাদের মনে হয়? 

মানকিমাইন্ড:- প্রথম সমস্যা হচ্ছে ব্যান্ড মেম্বারদের মধ্যে কো-অর্ডিনেশন। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমরা যে সাউণ্ডটা নিয়ে কাজ করি সেই সাউণ্ডটা নিয়ে ইন্টারেস্টেট লোকজনকে খুঁজে বের করা। তৃতীয় সমস্যা হচ্ছে সবার মাইন্ডসেট যেন এক জায়গায় থাকে। সকল ব্যান্ড মেম্বারদের মাইন্ডসেট এক জায়গায় আনতে গিয়ে দেখা যায় অনেক ব্যান্ড মেম্বার আসছে আবার চলে যাচ্ছে। অনেকের সাথে মতের মিল হয়না। অনেকের সাথে মিউজিক টেস্টের মিল হয়না। এই সবকিছু সমস্যাকে এড়িয়ে গিয়ে যখন মেম্বার খুঁজে পাওয়া যায় তখনই একটা ব্যান্ড ভালো করে দাঁড়ায়। 

লিটারেসি প্যারাডাইস:- আপনাদের ব্যান্ড যেভাবে লড়াই করে এগিয়ে চলেছে এটা আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জিং?

মানকিমাইন্ড:- আমরা নিজেরাই নিজেদেরকে প্রতিনিয়তই চ্যালেঞ্জ করছি কারণ এখনকার যা সমস্যা তাতে একটা ব্যান্ডকে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা স্বাধীনভাবে কাজ করাটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। নিজেদের মধ্যে এই চ্যালেঞ্জটা নিয়েই আশা করি যে আমাদের কাজ দিয়েই  মানুষের মনে একদিন জায়গা করে নেবো। 

লিটারেসি প্যারাডাইস:- আগামীদিনে বাংলাতে কী কোনো কাজ আপনাদের আসতে পারে? 

মানকিমাইন্ড:- হ্যাঁ অবশ্যই। এরকম কোনো ব্যাপার নেই। সত্যি কথা বলতে গানের তো কোনো সীমানা নেই। আমরা ইংলিশেও গান কভার করি। আমাদের বাংলাতে যে লিজেন্ডারি ব্যান্ডগুলো রয়েছে যেমন ফসিলস, ক্যাকটাস, মহীনের ঘোড়াগুলোর অনেক গান আমরা অনেক কনসার্টেও ট্রিবিউট করি। আমাদের নিজেদেরও অনেক বাংলা গান রয়েছে সেগুলোও আশা করছি আগামীদিনে আসবে। 

প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক


No comments