বাঙালির বুদ্ধি কী দিন দিন কমে যাচ্ছে?
এক কালে বাঙালির একেবারে নিম্ন পরিকাঠামোর বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে বাঙালি অসাধ্য সাধন করেছেন। জগদীশ চন্দ্র বসু থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, অসীমা চট্টোপাধ্যায়, রাধানাথ শিকদার, প্রশান্ত চন্দ্র মহালানবিশের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা বাংলার নাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন।
শুধু বিজ্ঞানী নয়; বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ডিরোজিও, রেভারেন্ড কৃষ্ণমোহনের মতো সমাজ সংস্কারকরা নিয়ে এসেছিলেন বাংলার নবজাগরণ। সাহিত্য ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, দ্বিজেন্দ্রলাল রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্যের মতো মানুষ বাংলাকে বিশ্ব দরবারে স্থান করে দেয়।
চলচ্চিত্রের ক্ষেত্রেও সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহার মতো মানুষ বাংলার সুনাম ছড়িয়ে দেন বিশ্ব জুড়ে।
ফুটবলের ক্ষেত্রে চুনী গোস্বামী, শৈলেন মান্না, গোষ্ঠ পাল, কৃশানু দের মতো খেলোয়াড় জন্মেছিলেন এই বাংলাতেই।
লালন ফকিরদের সময় থেকে আরো বহু সময় পিছিয়ে গেলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এমন সব মহাপুরুষ জন্ম নিয়েছেন বাংলার মাটিতে।
নীলরতন সরকার, আর আহমেদ খান, চক্রপাণি দত্ত, কাদম্বিনী গাঙ্গুলীর, মধুসূদন গুপ্ত, রাধাগোবিন্দ করের মতো মানুষ চিকিৎসা বিজ্ঞানকে দিয়েছিলেন অন্য মাত্রা।
রাজা বাজার সায়েন্স কলেজ, বসু বিজ্ঞান মন্দির, স্কটিশ চার্চ কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, শিবপুর বিশ্ববিদ্যালয় এরকম শয়ে শয়ে প্রতিষ্ঠান তৈরি করেছিল বাঙালি। যেগুলো থেকে আজ বাঙালির অংশগ্রহণ কমিয়ে দেওয়া হচ্ছে বা কমে গেছে।
স্বাধীনচেতা বাঙালির স্বাধীনতা সংগ্রাম না হয় বাদই দিলাম। সমুদ্র থেকে হিমালয় সমস্ত জায়গা কাঁপিয়ে আসা বাঙালির আজকের অবক্ষয় চোখে পড়ার মতো। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাংলা মাধ্যম বিদ্যালয়। যেগুলো আমাদের বাপ-ঠাকুরদারা অক্লান্ত পরিশ্রম করে বানিয়েছিলেন। দ্বিতীয় ভাগ, ছাত্রবন্ধু, প্রশ্নবিচিত্রা, কেশি নাগ সবের-ই যেন জনপ্রিয়তা কমছে বাংলার মাটিতে।
এই বিশ্ব কাঁপানো বাঙালি দাদাগিরিতে চার বছর বয়সের বাচ্চাদের সামান্য ১০০ টি দেশের রাজধানী মুখস্ত করাকে তথাকথিত 'ট্যালেন্ট' ভাবছে। সত্যি আমাদের লজ্জাও করেনা এগুলো ভাবতে। এই সামান্য মুখস্তবিদ্যাকে বুদ্ধিমান ভাবা বাঙালি কি আর কেসি নাগ জন্ম দিতে পারবে? তবে কি বাঙালির বুদ্ধি কমে যাচ্ছে? যদি কমে তবে কেন কমে যাচ্ছে এগুলো বাঙালিকে ভাবতে হবে। নাহলে আমাদের সুনাম হারিয়ে আমরা একটি দুর্ভাগা জাতিতে পরিণত হবো আবার।
প্রতিবেদন- অমিত দে
Post a Comment