Header Ads

শহরে অনুষ্ঠিত হতে চলেছে "বঙ্গ শ্রেষ্ঠ সম্মান"


কলকাতা শহরে অনুষ্ঠিত হতে চলেছে নতুন পুরস্কার শো "বঙ্গ শ্রেষ্ঠ সম্মান"। চলতি মাসে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান শিবায়া ব্যাঙ্ক্যেটে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টলিউডের একাধিক নামকরা তারকারা। অনুষ্ঠানটি হবে রাহুল দে ও আনন্দ মেহেরা এর তত্বাবধানে। অনুষ্ঠানে থাকছে গান, নাচ ও র‍্যাম্প শো। অনুষ্ঠানের আরো এক প্রধান হিসাবে থাকবে "পনাস ওয়েডিং এন্ড ইভেন্টস", "এডি প্রোডাকশন" ও "ড্রিম লাইন প্রোডাকশন"।


ওই দিন দেওয়া হবে নামী তারকাদের পুরস্কার। এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে "বঙ্গসম্মান শ্রেষ্ঠ সম্মান"। উপস্থিত থাকবেন অভিনেত্রী রূপসা মুখার্জী, লাবনী সরকার, আতিউল ইসলাম, বিশ্বনাথ বসু আরো অনেকে।

অনুষ্ঠানের প্রধান রাহুল দে জানান "এই অনুষ্ঠান সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের সম্মান জানানোর একটি প্রয়াস। আশা করছি এই অনুষ্ঠান সবার ভালো লাগবে"।

অনুষ্ঠানের আরো এক কর্নধার আনন্দ মেহেরা জানান "এটি আমাদের প্রথম বছরের অনুষ্ঠান। আমরা পুরো অনুষ্ঠানটি ভিন্ন ভিন্ন সেক্টরে ভাগ করেছি। প্রতিটি সেক্টরে সবাই কে সম্মান জানানো হবে। আমরা খুব আশাবাদী এই অনুষ্ঠানটি নিয়ে"।

অনুষ্ঠানের সাথে যুক্ত আছে ওয়াও মোমো, বারবিকিউনেশান ও শিবায়া ব্যাঙ্কয়েট"।

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা 

No comments