Header Ads

বাংলা সিনেমা ও মডেলিং জগতে নতুন মুখ অভিনেত্রী পুজা রায়বাংলা সিনেমা জগত ও মডেলিং জগতের নতুন নাম পুজা রায়। নানা সিরিয়ালের নানান চরিত্রে দেখা গিয়েছিল তাকে। জি বাংলা চ্যানেলে "কৃষ্ণকলী" ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। দর্শকদের মনে এক অনন্য জায়গা করে নিয়েছেন অভিনেত্রী, মডেল পুজা রায়।


অন্যদিকে "ক্ষীরের পুতুল" ধারাবাহিকে অনন্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। কেরিয়ার শুরুতে "জয় বাবা লোকনাথ" ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন।  তবে বর্তমানে ভালো প্রজেক্টের জন্য অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী মডেল পুজা রায়। 


অভিনেত্রী পুজা রায় জানান "ভালো প্রজেক্টে ভালো চরিত্রে অভিনয় করতে চাই। যেখানে নিজের অভিনয় দক্ষতা দেখানোর জায়গা পাবো। যার জন্য অপেক্ষা করছি, ভালো প্রজেক্ট পেলে অবশ্যই ভালো অভিনয় আমার দর্শকদের উপহার দেবো। সাথে মডেলিং টাও করতে চাই।" 


প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments