Header Ads

এই প্রথমবার খড়্গপুরে তিনদিন ধরে হতে চলেছে ক্রিসমাস কার্নিভাল


এই প্রথমবার খড়্গপুরে ইলেকট্রিক ফাউন্ডেশন অফ আর্ট এন্ড কালচারের উদ্যোগে গ্র্যান্ড ক্রিসমাস কার্নিভাল হতে চলেছে আগামী ২২ শে ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত। এই তিন দিন ধরে চলবে আর্ট এক্সিবিশন, আর্ট কম্পিটিশন ও ওয়ার্কশপ। যা পরিচালনা করবেন খ্যাতনামা শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়। 


এছাড়াও থাকছে মীর এবং তার ব্যান্ড ব্যান্ডেজ-এর পারফরম্যান্স। সঙ্গে থাকছে DISLI এর Diva of the year fashion show, যেখানে উপস্থিত থাকছেন টলিউডের খুব পরিচিত মুখ সোহিনী সরকার। শুধু তিনিই নন, সঙ্গে উপস্থিত থাকছেন এনা সাহা, দেবলীনা কুমার, কমলেশ্বর মুখার্জি, সুচন্দ্রা ভানায়াসহ প্রমুখরা।  

এবারের বড়দিনে বড় রকম উৎসবের ছোঁয়া আসতে চলেছে খড়্গপুরের বিএনআর গ্রাউন্ড, সুভাষপল্লীতে। শিল্প সংস্কৃতি ও খুশির সমাবেশ হতে চলেছে খড়গপুরে। এর আগে হয়তো এত বড় করে বড়দিন উপহার পাইনি খড়্গপুরবাসীরা। টলিউডের বহু পরিচিত মুখের সঙ্গে থাকছে গান বাজনা আর বড়দিনের মুহূর্ত। সবমিলিয়ে খড়্গপুরে হতে চলেছে ক্রিসমাসের জমজমাটি তিন দিন। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments