Header Ads

প্রযোজনার পাশাপাশি পরিচালনার জন্য আগাম প্রস্তুতি, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অপূর্ব জোসেফ


টলিউডের স্বনামধন্য প্রযোজক অপূর্ব জোসেফ। বাংলা ইন্ডাস্ট্রির নতুন প্রতিভাদের কাজের সুযোগ করে দেন যিনি, তাঁর পর পর বেশ কিছু মিউজিক ভিডিও-তে দেখা গিয়েছে নতুন মুখ। নতুন প্রযোজক  হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অপূর্ব জোসেফ। আজ সরাসরি আমাদের সাথে সাক্ষাৎকারে শেয়ার করলেন তাঁর আগামী পরিকল্পনা।


লিটারেসি প্যারাডাইস :-  ইন্ডাস্ট্রি নিয়ে আপনার আগামী ভাবনা কী?

অপূর্ব জোসেফ :- আমি চাই বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো কনটেন্টের কাজ হোক। যেখানে অন্য ইন্ডাস্ট্রিতেও ভালো ভালো কনটেন্ট এর কাজ হচ্ছে, আমার ধারণা আমাদের ইন্ডাস্ট্রিতেও হবে। সবাই মিলে কাজ করলে অবশ্যই হবে।

লিটারেসি প্যারাডাইস :-  আপনার পরপর কয়েকটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। পরবর্তী পরিকল্পনা কী?

অপূর্ব জোসেফ :- বেশ কয়েকটি প্রজেক্টের পরিকল্পনা চলছে। খুব তাড়াতাড়ি সিনেমার নাম ঘোষনা করবো।

লিটারেসি প্যারাডাইস :- আপনার প্রযোজনার পাশাপাশি কী পরিচালনা করারও ইচ্ছে আছে?

অপূর্ব জোসেফ :- অবশ্যই। আমার নিজের কিছু গল্প আছে। সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছে আছে। তবে সেগুলো তে স্টার কাস্টের পাশাপাশি নতুন মুখ ও থাকবে।

লিটারেসি প্যারাডাইস :- নতুনদের কাজ দেওয়া নিয়ে কী বলবেন?

অপূর্ব জোসেফ :- বহু নতুন ছেলেমেয়ে আছে যাদের মধ্যে প্রতিভা আছে, ইচ্ছে আছে। আমি চাই ইন্ডাস্ট্রি নতুন মুখ পাক। নতুন হিরো পাক ইন্ডাস্ট্রি।

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments