Header Ads

"শিল্পীর কল্পনায় নারী", অভিনব থিমে নজর কাড়বে নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব


পুজো তো এসেই গেল। পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে৷ তাই চতুর্দিকে এখন সাজো সাজো রব। অন্যান্য পুজোগুলির মতো ব্যস্ত নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব কমিটিও। চলতি বছরে ৬২ তম বর্ষে পদার্পণ করছে এই পুজো। প্রতি বছরই নানান থিমের চমক থাকে সন্তোষপুর আদি দুর্গোৎসবে। এবারও আকর্ষণীয় থিমে কলকাতার নজর কাড়বে এই কমিটি৷ 


একজন শিল্পীর কল্পনার জগৎ সর্বদা আলাদা হয়ে থাকে। শিল্পীর চোখে সমস্তকিছুই যেন ফিনিক্স পাখি। একজন শিল্পীর সমাজে দারুণ গভীরতা থাকে। তাদের চোখে একজন নারী কেমন হয়ে থাকে এমন ভাবনাই শিল্পীর ক্যানভাসে উঠে আসবে এখানকার পুজোর মণ্ডপে৷ থিমের নাম তাই রাখা হয়েছে "শিল্পীর কল্পনায় নারী।" 

শিল্পী উৎপল ঘোষের ভাবনায়  সেজে উঠছে পুরো মণ্ডপ ও প্রতিমা। শিল্পীর সহকারী হিসেবে কাজ করছেন ভাস্কর ঘোষ। এ বছর এখানকার পুজোর বিশেষত্ব হলো প্রতিমার গায়ে কোনো রঙ চড়ানো হচ্ছে না। রঙ ছাড়াই মহালয়ার দিন সন্ধ্যায় মায়ের চক্ষুদান করা হবে। 

মণ্ডপজুড়ে দেখা মিলবে নারীদের নানান রূপের। শিল্পীর তুলিতে চোখের সামনে ধরা দেবে একগুচ্ছ পেইন্টিং। মণ্ডপের অন্দরমহলে পা রাখলে যেন মনে হবে কোনো এক মায়ানগরীতে আমরা প্রবেশ করেছি৷ 

১৯৬০ সালে সূচনা হয় সন্তোষপুর আদি দুর্গোৎসবের। ছয় দশক ধরে এখানকার পুজো নজর কাড়ছে সাধারণ মানুষের। 

প্রতিবেদন- সুমিত দে 


No comments