আইএসএস পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় হলেন বাঙালি যুবক অর্ক মণ্ডল
বাঙালির মেধা আজও সমানভাবে অটুট। ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে চমকে দিলেন বাঙালি যুবক অর্ক মণ্ডল। তিনি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা। ২০১৮ সালে কলকাতার আশুতোষ কলেজ থেকে তিনি স্নাতক হন৷ গোড়া থেকেই রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সের প্রতি আকর্ষণ ছিল তাঁর। সেইমতো কঠোর অধ্যাবসায় করে অভূতপূর্ব সাফল্যের মুখ দেখলেন তিনি।
ছেলের এমন সাফল্য লাভের পর অর্কের পরিবার জানাচ্ছে, পড়াশোনার কোনো বাঁধাধরা সময় ছিল না ছেলের। আর অর্কের কথায়, "খুব ভালো লাগছে৷ এমন একটি কঠিন পরীক্ষা অতিক্রম করে এরূপ সফলতা অর্জন করেছি জেনে বেশ ভালো লাগছে।" তিনি অবশ্য জানান, এমন ফল হবে আশা করেননি৷ তবে পরিশ্রমের ফল যে মিলবে সে বিষয়ে আত্মপ্রত্যয়ী ছিলেন তিনি।
তাঁর পরিবার সূত্রে জানা গেছে, এ বছর আইএসএস-এ শূন্যপদ ছিল মোট ১১ টি। তাতে নিজের জায়গা পাকা করে নিতে মার্চ মাস থেকেই দিনরাত এক করে হাড়কাটা পরিশ্রম শুরু করেন অর্ক মণ্ডল। পড়াশোনা থেকে মনোসংযোগ যাতে নষ্ট না হয়, তার জন্য নেটমাধ্যম থেকে যাবতীয় অ্যাকাউন্টও ডিলিট করে দিয়েছিলেন তিনি৷ কেবল পড়াশোনার প্রয়োজনে তিনি ইন্টারনেট ব্যবহার করতেন।
পড়াশোনা ছাড়াও তাঁর শখ ফটোগ্রাফি ও যোগব্যায়াম। আবার খেতেও দারুণ ভালোবাসেন তিনি৷ মায়ের হাতে চিংড়ির মালাইকারি আর বাবার হাতে রান্না করা চিকেনের পদ তাঁর সবচেয়ে প্রিয়। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা তারক মণ্ডল ও মা কাকলী দেবী৷ তারক মণ্ডল পেশায় চিকিৎসক ও কাকলী দেবী পেশায় একজন শিক্ষিকা। চিকিৎসক ও শিক্ষিকার পুত্রের এমন অসাধারণ সাফল্যে খুশী প্রতিবেশীরা। অর্ক বলছেন দেশের সেবা করতে পারাটা তাঁর কাছে বড় ব্যাপার। তার ওপর যদি আইএসএস অফিসার হিসেবে এ রাজ্যেই কাজ করতে পারেন তবে তা হবে তাঁর কাছে উপরি পাওনা৷
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment