Header Ads

সদ্য পাঞ্জাবের ডিজিপি নির্বাচিত হলেন বাঙালি আইপিএস সিদ্ধার্থ চট্টোপাধ্যায়


ইকবালপ্রীত সিংহ সাহোটো-র পদে পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল পোস্টে নিয়োগ করা হয়েছে বাঙালি আইপিএস সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোৎ সিংহ সিধুর সুপারিশ ক্রমেই সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে ডিজি-র দায়িত্ব দিয়েছে চরণজিৎ সিংহ চন্নীর সরকার।  


প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী চন্নীর ঘনিষ্ঠ প্রাক্তন ডিজি ইকবালপ্রীত ও অ্যাডভোকেট জেনারেলের নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েই প্রদেশ কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নভজ্যোৎ সিধু। যদিও পরে অবশ্য ইস্তফাপত্র প্রত্যাহারও করে নিয়েছিলেন তিনি। মোগার পুলিশ প্রধান রাজ জিৎ সিংহ হুন্ডলের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ওঠার পরে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তদন্তভার সামলেছেন এই বাঙালি আইপিএস অফিসার।  

১৯৮৬ ব্যাচের বাঙালি আইপিএস অফিসার সিদ্ধার্থ চট্টোপাধ্যায় অবসর নেবেন ২০২২ সালের ৩১ শে মার্চ৷ পাঞ্জাবের ডিজি বাছাইয়ের জন্য প্রাথমিক ভাবে মোট দশজন আইপিএসের নাম ইউপিএসসির কাছে পাঠিয়েছিল পাঞ্জাব সরকার। এরপর তাঁদের মধ্যে তিনজনকে নির্বাচিত করে পাঞ্জাব সরকারকে পাঠাবে ইউপিএসসি। তাঁদের মধ্যে একজনকে পূর্ণ মেয়াদে ডিজি-র দায়িত্ব দেওয়া হবে। ততদিন পর্যন্ত কার্যনির্বাহী ডিজি হিসেবেই থাকবেন সিদ্ধার্থ বাবু।  

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments