করোনা পরিস্থিতিতে রক্তের পর্যাপ্ত অভাব মেটাতে ক্যাকটাস আয়োজন করলো রক্তদান শিবিরের
চারিদিকে অক্সিজেনের সংকট চলছে। রক্তের অভাব ঘটছে। করোনা রোগীরা হাসপাতালে ঠিকমতো বেড পাচ্ছে না। শ্বাসকষ্ট ও দমবন্ধ হয়ে বহু রোগী মারা যাচ্ছে। করোনা স্ট্রেনের অত্যাচারে এ রাজ্যে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে পরিস্থিতি থেকে সকল মানুষ বেরিয়ে আসতে চাইছেন। করোনাময় সংকটজনক অবস্থায় মানুষেরা যেন খাবি খাচ্ছে।
এই করোনা মহামারীর সংকটজনক অবস্থা দমনে এগিয়ে এলো জনপ্রিয় বাংলা ব্যান্ড 'ক্যাকটাস'। এই ব্যান্ডের তরফ থেকে গত ১ লা মে ব্যান্ডের ফ্রন্টম্যান সিধুর বাড়িতে আয়োজন করা হয়েছিল একটি রক্তদান শিবিরের। ক্যাকটাসের সদস্য সহ বেশ কিছু ক্যাকটাস অনুরাগীরাও সামিল হন এই উদ্যোগে। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে ১২ জনের মতো শুভানুধ্যায়ী বন্ধু এক হয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে ভাগ করে এক এক করে রক্ত দিলেন।
রক্তদান শিবির চলাকালীন গিটার হাতে গানও গাইলেন সিধু। যার বাড়িতে এই রক্তদান শিবিরের আয়োজন তিনি বিখ্যাত একজন সঙ্গীতশিল্পী, গান যার নিত্যসঙ্গী, তিনি গান গাইবেন না এটা ভাবাটা বেশ দুষ্কর। সিধু গিটার হাতে একদিকে গান গেয়ে চললেন অন্যদিকে চললো রক্তদান পর্ব। এরকম মিউজিক্যাল রক্তদান শিবির মনে হয় এর আগে কলকাতা কখনো দেখেনি।
রক্তদান শিবিরটির প্রসঙ্গে সিধু বলেন "ভোট, করোনা, গরম সব মিলিয়েই রক্তের একটা ঘাটতি চলছে বেশ কিছু ডাক্তারের সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে জানতে পারি। তখনই মাথায় আসে নিজেদের মতো করে উদ্যোগ নেব। করোনা বিধি মেনেই এক বেসরকারি হাসপাতালের সহযোগীতায় ক্যাকটাস গত ১ লা মে এই উদ্যোগ নিয়েছিল।"
ক্যাকটাস ব্যান্ডের প্রাক্তন সদস্য তথা সিধুর বন্ধু গায়ক পটা বলেন, "এই উদ্যোগ দেখে আরো কেউ যদি ছোটো করেও আয়োজন করেন রক্তদান শিবিরের, তাহলে সাধারণ মানুষরা উপকৃত হবেন।"
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment