দেশের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থানে উঠে এলো কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের এক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। যেখানে হাজার হাজার মহাপুরুষ পড়াশোনা করেছেন। গবেষণা ক্ষেত্রেও নাম রেখেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ও বাঙালির গর্বের প্রতিষ্ঠান। কলকাতা বিশ্ববিদ্যালয় হলো ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। ১৮৫৭ সালের ২৪ শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ের। কলকাতা বিশ্ববিদ্যালয় হলো ভারতের একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে চার নোবেলজয়ীর নাম।
সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের মুখ উজ্জ্বল করলো। ২০১৯ সালের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত এনআইআরএফ র্যাঙ্কিং-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল ৭ নম্বরে। তালিকায় শীর্ষ স্থান দখল করেছিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। কিন্তু এক বছরের মধ্যেই বদলে গেল চিত্রটি। ২০২০ সালে দেশের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান দখল করলো কলকাতা বিশ্ববিদ্যালয়।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা সাংহাই র্যাঙ্কিং ২০২০ তে ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করলো। সাংহাই র্যাঙ্কিং ২০২০ তে ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লির জেএনইউ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট উৎফুল্ল। আগামী দিনেও এই সাফল্যের ধারা বজায় রাখতে চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকলেও প্রথম পাঁচের মধ্যে নাম নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এনআইআরএফ র্যাঙ্কিং এ ২০১৯ সালে দু'ধাপ এগিয়ে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় চলছে জোরালো আলোচনা। তবে যেহেতু এক আন্তর্জাতিক সংস্থার রিপোর্টের ভিত্তিতে তালিকা তৈরি হয়েছে তাই বিতর্ক সেভাবে দানা বাঁধেনি। পশ্চিমবঙ্গ যে শিক্ষা-দীক্ষা কোনোক্ষেত্রেই পিছিয়ে নেই তারই আগাম পূর্বাভাস দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
গত শুক্রবার উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলির একাডেমিক র্যাঙ্কিংয়ে ২০২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম এবং দেশের শীর্ষ উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, 'সাংহাই র্যাঙ্কিং অফ ওয়ার্লড ইউনিভার্সিটিস ২০২০' তে সমস্ত ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সেরার শিরোপা পেয়েছে আইআইএসসি ব্যাঙ্গালোর। দ্বিতীয় স্থানে আইআইটি মাদ্রাজ৷ তৃতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment