নিউইয়র্কে বাসে-ট্রেনে মিলছে বাংলা ভাষাতে পরিষেবা
বিদেশের মাটিতে বাংলা ভাষার জয়যাত্রা। নিউইয়র্কের বাসে ও ট্রেনে দেখতে পাওয়া যাচ্ছে বাংলা ভাষার অক্ষর। আমেরিকার মাটিতে এমন চিত্র কিন্তু বাংলা ভাষার সুনাম বাড়িয়ে দিচ্ছে। নিউইয়র্কের বুকে এমন দৃশ্য দেখতে পাওয়া কল্পনার বাইরে। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও একদম সত্যি। হবে নাই বা কেন। এক দশক ধরে আমেরিকার নির্বাচনেও বাংলা ভাষার ব্যবহার হচ্ছে। এবছর তো আমেরিকার নির্বাচনে ব্যালট পেপারেও বাংলা দেখা গেছে। শুধু তাই নয়, মার্কিনের মিশিগান রাজ্যের বাংলা টাউন নামে খ্যাত ডেট্রয়েট ও হামট্রাক শহরের সীমান্ত ব্রীজ অ্যাকাডেমি ওয়েস্ট স্কুলের দেওয়াল বাংলা অক্ষর এবং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ছবিতে সেজে উঠেছে।
আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যে বসবাস করেন প্রায় ৮০০ ভাষাভাষীর মানুষ। নিউইয়র্কে নানান ভাষার মিলনমেলা লক্ষ্য করা যায়৷ নিউইয়র্কের স্কুল-কলেজে ১৭৬ টি ভাষাভাষীর শিক্ষার্থী রয়েছে। নিউইয়র্ক নগরীর সর্বশেষ কুইন্স অনুযায়ী নিউইয়র্কে ইংরেজি বাদে অন্যান্য ভাষাভাষীর মধ্যে সর্বাধিক বাঙালি এখানে বসবাস করেন। নিউইয়র্ক শহরের মানুষ ১৩৮ টি ভাষায় কথা বলেন। এতগুলো ভাষার ভিড়েও বাংলা ভাষা নিজের মতো জায়গা করে নিয়েছে নিউইয়র্কে। নগর প্রশাসনের হিসেব অনুযায়ী নিউইয়র্ক নগরে ০.৫% মানুষ বাংলাভাষী। সময়ের স্রোতে সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বাঙালিদের সবরকম সহযোগিতার জন্য আমেরিকার প্রশাসন একগুচ্ছ উদ্যোগ নিয়েছে৷ আমেরিকার মাটিতে এখন বাংলাতে বহুল পরিষেবা পাওয়া যাচ্ছে। আমেরিকার যে-কোনো প্রচারণার মাধ্যমে বাংলা ভাষা স্থান করে নিয়েছে। বাংলা ভাষা এখানে দারুণ গুরুত্ব পাচ্ছে। আমেরিকার মতো উন্নতমানের একটি দেশ বাংলা ভাষাকে আপন করে নিয়েছে, ভাবা যায়। যেসব বাঙালিদের বাংলা ভাষা নিয়ে এতটুকু গর্ব হয়না তাদের জেনে রাখা ভালো যে রবি ঠাকুরের আপন দেশে যখন বাংলা ভাষা মৃতপ্রায় তখন প্রবাসে বাংলা ভাষা প্রশাসনের দপ্তরে ঠাঁই করে নিচ্ছে।
নিউইয়র্কের হাসপাতাল, বাস, ট্রেন ও মেট্রোতে ব্যবহৃত হচ্ছে বাংলা ভাষা। নগরীর জরুরি ফোন সার্ভিস ৩১১ তে বাংলা ভাষাতে পরিষেবা পাওয়া যাচ্ছে। একইভাবে নিউইয়র্ক অঙ্গরাজ্যের মোটর ড্রাইভিং লাইসেন্স কর্তৃপক্ষও তাদের কার্যক্রমে বাংলাকে অন্তর্ভুক্ত করেছে। এসব দেখে প্রচণ্ড আনন্দে বসবাস করছেন ওখানকার বাঙালিরা। তবে একটা বিশেষ অভিযোগ উঠছে নিউইয়র্কে বাংলা ভাষা লেখা নিয়ে। নিউইয়র্কের অনেক জায়গাতে বাংলা ভাষাকে বিকৃত করে লেখা হচ্ছে। যেটা খুব একটা আশাব্যঞ্জক নয়। নিউইয়র্কের বাঙালিরা প্রশাসনের সাথে এ বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন। প্রশাসনিক কর্তৃপক্ষ দ্রুত এ সমস্যার সমাধান করার আশ্বাসও দিয়েছেন।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment