Header Ads

উত্তর-পূর্ব ভারতের সেরা আসবাবপত্র প্রস্তুতকারকের পুরস্কার পেলেন রায়গঞ্জের জগত সাহা


আসবাবপত্র প্রস্তুতকারক শিল্পে বরাবরই বাঙালি অবদান রেখেছে। কারণ বাঙালিদের মধ্যে আর্ট বিষয়ে প্রচণ্ড দক্ষতা লক্ষ্য করা যায়। বাঙালি কার্পেন্টারদের হাতে জাদু আছে। বাঙালি কার্পেন্টাররা কাঠের ওপর সূক্ষ্ম কাজ থেকে শুরু করে ভারী কাজ সবেতেই দক্ষ। বাঙালিরা কাঠের কাজ যুগের  সঙ্গে তাল মিলিয়েই করে থাকে। কার্পেন্টারদের পাশাপাশি বাঙালি আসবাবপত্র প্রস্তুতকারক সংস্থাগুলোও এখন গোটা বাংলা জুড়ে দাপিয়ে ব্যবসা জমাচ্ছে। 


আসবাবপত্র প্রস্তুতকারক সংস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গের রায়গঞ্জের পুষ্প ফার্ণিচার  নিজের নাম গোটা উত্তর-পূর্ব ভারত জুড়ে ছড়িয়ে ফেলেছে। এ বছর উত্তর-পূর্ব ভারতের মধ্যে সেরা আসবাবপত্র প্রস্তুতকারক সংস্থা হিসেবে গণ্য করা হলো রায়গঞ্জের পুষ্প ফার্ণিচারকে। এই সংস্থার কর্ণধার জগত সাহা জিতে নিলেন 'টাইমস লিডিং ম্যানুফ্যাকচারার এন্ড ট্রেডার্স অফ ফার্ণিচার অ্যাওয়ার্ড'। গত শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে তার হাতে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার। তার সংস্থা পুষ্প ফার্ণিচার এর আগেও একগুচ্ছ সম্মানে ভূষিত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য সম্মান হলো 'আইকন অফ নর্থ বেঙ্গল ২০২০', 'বাংলার সেরা আসবাব প্রস্তুতকারক পুরস্কার' প্রভৃতি। 

২০১১ সালে প্রথম যাত্রা শুরু হয় পুষ্প ফার্ণিচারের। অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারক সংস্থার মতোই তার আত্মপ্রকাশ ঘটলেও সময়ের সাথে সাথে ক্রমশ নতুন ও আধুনিক ডিজাইন তৈরি করে জনসাধারণের নজর কেড়েছে পুষ্প ফার্ণিচার। পুরুলিয়ার পর রাজ্যের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে অন্যতম জেলা হলো উত্তর দিনাজপুর। কিন্তু উত্তর দিনাজপুরের মানুষ নিজেদের মতো করে উন্নতির পথে এগিয়ে চলেছে। এখান থেকেও যে ব্যবসা করে বৃহৎ কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব সেটাই করে দেখাচ্ছেন পুষ্প ফার্ণিচারের মালিক জগত সাহা।     

জগত সাহা তার সাফল্যের পিছনে ধন্যবাদজ্ঞাপন করেছেন তার গ্রাহকদের। আগামীদিনে এই গ্রাহক সংখ্যাকে দেশের প্রত্যেক কোণায় কোণায় তিনি বৃদ্ধি করতে চান। তার সংস্থা উত্তর-পূর্ব ভারতের সেরা ফার্ণিচার প্রস্তুতকারক সংস্থা হওয়ায় তিনি প্রচণ্ড খুশী। তিনি এই বিশেষ মর্যাদা ভবিষ্যতেও ধরে রাখতে চান। 

প্রতিবেদন- সুমিত দে


No comments