Header Ads

দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বাগদেবীর আরাধনায় মেতে উঠবে ন-পাড়া ইয়ং স্টার


শীতের বিদায়বার্তা ঘনিয়ে এলো। প্রাকৃতিক নিয়মে শীত চলে গিয়ে আবারো বসন্তের সূচনা হবে। তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে ও আমলকী বনে শোনা যাবে 'বসন্ত এসে গেছে'৷ আর এই বসন্তের কোকিল ডাকা ঝলমলে সকালে বাঙালি ছাত্র-যুবসমাজ মেতে উঠবে বাগদেবীর আরাধনায়। আকাশের গায়ে তাই এখন পুজো পুজো পূর্বাভাস।  


আগামী ১৬ ই ফেব্রুয়ারী রাজ্যের সকল প্রান্তে পূজিত হবেন মা সরস্বতী। আসছে বাঙালির আরেক প্রিয় উৎসব সরস্বতী পুজো৷ এ দিনটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলা হয়। ইতিমধ্যেই চলছে পুজোর জন্য সবরকম প্রস্তুতি। ক্লাবে-ক্লাবে, পাড়ায়-পাড়ায় চলছে মণ্ডপসজ্জার কাজ। মায়ের মূর্তি গড়ার কাজও এগোচ্ছে শেষের দিকে।  

বাগদেবীর আরাধনায় দুঃস্থ-অসহায় ও আর্তপীড়িত মানুষদের মুখে হাসি ফোটাতে অন্যরকম বাণী বন্দনায় মেতে উঠবে বরাহনগরের ন-পাড়া ইয়ং স্টার ক্লাব। ১৬ ই ফেব্রুয়ারী তারা জমকালো ভাবে একটি সরস্বতী পুজোর আয়োজন করছে। তার আগের দিন অর্থাৎ ১৫ ই ফেব্রুয়ারী ন-পাড়া ইয়ং স্টারের উদ্যোগে দুঃস্থ-অসহায়-সম্বলহীন ও আর্তপীড়িত মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হবে৷ একই সঙ্গে বেশ কয়েকজন প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জানানো হবে। 

সমগ্র অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের পরিসংখ্যান ও পরিষদীয় মন্ত্রী শ্রী তাপস রায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ন-পাড়া ইয়ং স্টারের  প্রধান পৃষ্ঠপোষক শ্রী অঞ্জন পাল, ন-পাড়া ইয়ং স্টারের প্রধান উপদেষ্টা শ্রী দেবাশীষ মিত্র, ন-পাড়া ইয়ং স্টার পূজা কমিটির সভাপতি দিলীপ নারায়ণ বসু, ন-পাড়া ইয়ং স্টার পূজা কমিটির সম্পাদক দেবায়ন গুপ্ত এবং ন-পাড়া ইয়ং স্টার পূজা কমিটির কার্যকরী সভাপতি শঙ্কর কর্মকার। 

ন-পাড়া ইয়ং স্টার পূজা কমিটির সম্পাদক দেবায়ন গুপ্ত লিটারেসি প্যারাডাইসকে জানান যে "বিগত দিনগুলোতে আমাদের ক্লাব সংগঠনের প্রতি আপনাদের সহযোগিতা এই অঞ্চলের মানুষকে কিছু স্বর্ণময় মুহূর্তের সাক্ষী রাখতে পেরে আমরা আপ্লুত। যার ফলস্বরূপ আমরা আমাদের ক্লাবকে আরও অধিক পরিমাণে সমাজ সেবায় নিয়োজিত করেছি। আপনার কাছে সবিনয়ে নিবেদন করছি যে উক্ত অনুষ্ঠানে আপনার মূল্যবান উপস্থিতি একান্ত প্রার্থনীয় ও কাম্য।" 

প্রতিবেদন- সুমিত দে


No comments